আশার ভাষা...
‘বৈশাখ হে, মৌনী তাপস, কোন্ অতলের বাণী/এমন কোথায় খুঁজে পেলে।’ বৈশাখের আভাস পেলেই এই গান আমার স্মৃতিতে বেজে ওঠে। আজ থেকে প্রায় বছর সতেরো আগে এই গান শুনেছিলাম পীযূষকান্তি সরকারের মন্দ্র কণ্ঠে, তাঁর ‘আশার ভাষা’ অ্যালবামে। চকিতে মুগ্ধ, বিস্মিত ও বিচলিত হয়েছিলাম সেদিন। সেই রেশ আজও কাটেনি। অথচ এই একবছর করোনাক্রান্ত সময়ে আচ্ছন্ন থাকতে থাকতে ওই গানেরই একটি পঙ্ক্তি অতিমারীর উদ্দেশে যেন অবলীলায় নিবেদন করে ফেলি ‘নিঠুর, তুমি তাকিয়েছিলে মৃত্যুক্ষুধার মতো/তোমার রক্তনয়ন মেলে’।...