হায়দরাবাদে ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে সংসদের সামনে ধরনায় বসা ছাত্রীকে তুলে নিয়ে গেল পুলিশ
-
গণশক্তির প্রতিবেদন
- Nov 30, 2019 20:00 [IST]
- Last Update: Nov 30, 2019 20:00 [IST]
হায়দরাবাদের ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে সংসদ ভাবনের সামনে
ধরনায় বসা ছাত্রীকে তুলে নিয়ে গেল নিরাপত্তা রক্ষীরা। 'কেন আমার দেশ ভারতে আমি নিরাপদ নই? প্ল্যাকার্ড নিয়ে বসে শনিবার এই প্রশ্ন
তোলায় বাধা দেওয়া হলো এই ছাত্রীকে। বেশিক্ষণ ধরনা চালাতে দেওয়া হয়নি তাকে।
কিছুক্ষণের মধ্যেই পুলিশের গাড়িতে চাপিয়ে ওই কলেজ ছাত্রীকে তুলে নিয়ে যাওয়া হলো
থানায়। অভিযোগ,
পুলিশি নিগ্রহেরও শিকার
হতে হয়েছে তাকে। ওই ছাত্রীর নাম অনু। ঘটনার তীব্র প্রতিবাদ করেছে দিল্লি মহিলা
কমিশন। কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়ালের অভিযোগ, ''মহিলাদের নিরাপত্তার দাবিতে প্রতিবাদ
জানাতে গিয়ে পুলিশের হাতে মারধরও খেতে হয়েছে ওই ছাত্রীকে।'' কেন অনুর সঙ্গে এমন আচরণ করা হলো, তা নিয়ে দিল্লি পুলিশের কাছে নোটিসও পাঠিয়েছে
দিল্লি মহিলা কমিশন। ওই ঘটনার জেরে অবশ্য পরে তিন পুলিশকর্মীকে সাসপেন্ড করা
হয়েছে। তুলে নিয়ে যাওয়ার বেশ কিছুক্ষণ পরে অনুর বক্তব্য শুনে তাঁকে ছেড়ে দেওয়া
হয়। পরে তিনি সংবাদমাধ্যমকে জানান, তিনি সরকারি কর্তাদের সঙ্গে কথা বলতে চান।