প্রতিবাদী অধ্যাপককে সাসপেন্ড বিশ্বভারতীর
-
-
- Jan 08, 2021 02:30 [IST]
- Last Update: Jan 08, 2021 03:00 [IST]
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অন্যায় আচরণ ও অনিয়মের বিরুদ্ধে মুখ খোলায় সাসপেন্ড করা হলো বিশ্বভারতীর অর্থনীতি ও রাজনীতি বিভাগের অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যকে। বৃহস্পতিবার বিশ্বভারতীর রেজিস্ট্রার একটি নির্দেশ জারি করে শুধু সাসপেনশনের কথাই জানাননি, বিনা অনুমতিতে শান্তিনিকেতনের বাইরে যাওয়ার ওপরেও নিষেধাজ্ঞা জারি করেছেন। বিশ্বভারতী কর্তৃপক্ষের এই স্বৈরতান্ত্রিক আচরণে ক্ষোভ তীব্র হয়েছে।
নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গে ‘‘কথা হয়েছে’’ বলে বিশ্বভারতীর উপাচার্য যে অসত্য ভাষণ করেছিলেন, তার প্রতিবাদ জানিয়েছিলেন অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য। তাছাড়াও পাঠভবনের অধ্যক্ষা পদে নিয়ম ভেঙে নিয়োগের অভিযোগও তুলেছিলেন তিনি। এরপরেই বৃহস্পতিবার বিশ্বভারতীর এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে তাঁকে ‘সাসপেন্ড’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেজিস্ট্রারের নির্দেশে বলা হয়েছে, সহকর্মী সম্পর্কে ভিত্তিহীন মানহানিকর বক্তব্য সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে শৃঙ্খলাভঙ্গের জন্য অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যকে সাসপেন্ড করা হলো।