তৃণমূল-বিজেপি দুই শক্তিকে কবরে পাঠাবেন মানুষ প্রকাশ্য সমাবেশে বললেন সুজন চক্রবর্তী
-
গণশক্তির প্রতিবেদন
- Jan 16, 2021 22:17 [IST]
- Last Update: Jan 16, 2021 22:17 [IST]
অভিজ্ঞতার বিচারেই সরকার বদলাবেন মানুষ। দশ বছর ধরে রাজ্যের সর্বনাশ করেছে তৃণমূল কংগ্রেস। দেশের সর্বনাশ করেছে বিজেপি’র সরকার। কি করে হ্যাঁ কে না করতে হয় জানেন মানুষ। বিজেপি’কে না, তৃণমূল কংগ্রেস কে না; দুই শক্তিকে কবরে পাঠাবেন মানুষ। সাগরদিঘিতে মুর্শিদাবাদ জেলা কৃষক সমিতির ২৯ তম সম্মেলনের প্রকাশ্য সমাবেশে বললেন বিধানসভার বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী।
শনিবার সাগরদিঘি হাইস্কুলের মাঠে সমাবেশ শুরুর আগে বিশাল মিছিল সাগরদিঘি পরিক্রমা করে। আদিবাসী নাচের ছন্দ, কৃষকদের হকের দাবিতে জোড়াল স্লোগান নিয়ে মিছিল সাগরদিঘি হাইস্কুলের মাঠে পৌঁছালে সমাবেশ হয়।
এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন প্রাদেশিক কৃষক সভার সম্পাদক অমল হালদার, সভাপতি নৃপেন চৌধুরি, কৃষক সভার জেলা সম্পাদক আবু বাক্কার, কৃষক নেতা রজব আলি মল্লিক। সভা পরিচালনা করেন সচ্চিদানন্দ কান্ডারী।