পদ্ধতি মেনেই রোহিঙ্গাদের মায়ানমারে ফেরত পাঠাক দেশ, নির্দেশ সুপ্রিম কোর্টের
-
গণশক্তির প্রতিবেদন
- Apr 08, 2021 18:51 [IST]
- Last Update: Apr 08, 2021 18:51 [IST]
সঠিক পদ্ধতি না মেনে জম্মু কাশ্মীরে আটকে থাকা রোহিঙ্গাদের মায়ানমারে ফেরত পাঠানো যাবে না, নির্দেশ সুপ্রিম কোর্টের। রোহিঙ্গা রিফিউজিদের আবেদন করা একটি মামলায় এই নির্দেশ দেন প্রধান বিচারপতি এসএ ববদের বেঞ্চ। রোহিঙ্গাদের হয়ে মামলা লড়ছেন আইনজীবী প্রশান্ত ভূষণ। আবেদনে বলে হয়েছে জম্মু ও কাশ্মীরের কয়েকটি জায়গা থেকে বেআইনি ভাবে এই রোহিঙ্গাদের আটক করেছিল পুলিশ। তারপর জম্মুর সাব জেলেই রাখা হয় তাদের। পরে সেই সাব জেলকেই শিবির হিসেবে ব্যবস্থা করা হয়। আইজিপি মুকেশ সিং আদালতকে জানিয়েছে মায়ানমার দূতাবাস তাঁদের পরিচয় সুনিশ্চিত করলেই মায়ানমার ফেরত পাঠানো হবে।
দ্রুততার সঙ্গে রোহিঙ্গাদের মায়ানমারে ফেরানোর নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রোহিঙ্গাদের আইনজীবী আদালতকে জানায় এই নির্দেশ ভারতের সংবিধানের পরিপন্থী। অনুচ্ছেদ ২১’র প্রসঙ্গ টেনে আইনজীবী দাবি করে ভারতে আসা শরনার্থীদের সুরক্ষা দিতে বাধ্য দেশ। যদিও এদিন রোহিঙ্গাদের এই আবেদন মেনে নেয়নি আদালত। অপরদিকে আদালতের নির্দেশ অনুযায়ী সঠিক পদ্ধতি মেনে রোহিঙ্গাদের মায়ানমারে ফেরাতে পারবে ভারত।