তেভাগা আন্দোলনের ৭৫ তম বর্ষ পূর্তি উদযাপন জলপাইগুড়িতে
-
গণশক্তির প্রতিবেদন
- May 14, 2022 22:16 [IST]
- Last Update: May 14, 2022 22:16 [IST]
তেভাগা আন্দোলনের ৭৫ বর্ষ পূর্তিতে হায় হায় পাথারে ১৯৪৬ সালে জোতদার পুলিশ বাহিনীর যৌথ আক্রমণে পুলিশের গুলিতে নিহত ১৫ জন শ্রমিক কৃষক শহীদের স্মৃতিতে সম্মাননার কর্মসূচির সূচনা করল সারা ভারত কৃষক সভা জলপাইগুড়ি জেলা কমিটি। ওই সময়ের সবচেয়ে কম বয়সী তেভাগা আন্দোলনের লড়াকু কমরেড চারণ কবি লাল শুক্রা ওঁরাও এর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করেন জেলা কৃষক আন্দোলনের নেতৃবৃন্দ। শনিবার দুপুরে কমরেড লাল শুক্রা ওঁরাও এর বাড়িতে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করে কৃষক নেতৃবৃন্দ বাড়ির সামনে থেকে মিছিল শুরু করে চালসা মঙ্গলবাড়ী এলাকার কৃষি অঞ্চল চা বাগান ঘুরে চালসা মরে কমরেড লাল শুক্রা ওড়াও এর মূর্তিতে মাল্যদান পুষ্পার্ঘ্য অর্পণ করে তেভাগা আন্দোলনের অমর স্মৃতিতে স্থাপিত কৃষক শ্রমিক মূর্তিতে মাল্যদান করেন জেলা কৃষক সভা, সিআইটিইউ নেতৃবৃন্দ। প্রায় ৭ কিলমিটার পথ হেঁটে আদিবাসী বাদ্য সহযোগে মিছিল চালসা মঙ্গলবাড়ি এলাকা ঘুরে চালসা মোড়ে এসে শেষ হয় চারণ কবি লালশুক্রা ওড়াও এর মূর্তির সামনে। সেখানে কমরেড লাল শুক্রা ওরাও এর মূর্তিতে মাল্যদান করেন বর্ষিয়ান কৃষক নেতৃত্ব প্রাক্তন সাংসদ জিতেন দাস, কৃষক আন্দোলনের নেতৃত্ব সিপিআইএম জেলা সম্পাদক সলিল আচার্য, জেলা কৃষক সভার সম্পাদক আশীষ সরকার, সারা ভারত কিষান সভার জলপাইগুড়ি জেলা সভাপতি প্রাণ গোপাল ভাওয়াল,শংকর বিশ্বাস শ্রমিক নেতা রামলাল মুর্মু, এসএফআইয়ের জেলা সম্পাদক প্রভাকর সরকার সহ গণ আন্দোলনের নেতৃবৃন্দ। কমরেড লালশুক্রা ওরাও এর পরিবারের পক্ষ থেকেও মূর্তিতে মাল্যদান করা হয়। পরবর্তীতে চারণ কবি লাল শুক্রা ওরাও এর রচিত আদিবাসী সংগীত পরিবেশন করেন লোক শিল্পীরা। পুষ্পার্ঘ অর্পণ করে শ্রমিক আন্দোলনের নেতৃত্ব রামলাল মুর্মু বলেন শ্রমিক কৃষক মৈত্রীর যে ডাক আমরা আমাদের বিভিন্ন বামপন্থী গন সংগঠন ও পার্টির পক্ষ থেকে সমাজ পরিবর্তনের লক্ষ্যে দিয়ে থাকি, আজ থেকে ৭৫ বছর আগে মেটেলীর এই এলাকায় এলাকায় শ্রমিক কৃষক সংগ্রামী সাথীরা জোতদার ও ইংরেজ পুলিশের বিরুদ্ধে লড়াই করে তেভাগার সংগ্রামে এ জেলার বুকে শ্রমিক-কৃষক মৈত্রীর এক অনন্য নজির তৈরি করে গেছেন। যা তেভাগা সংগ্রামের ইতিহাসে অবিভক্ত বাংলার অন্য কোন স্থানে নেই। এই আন্দোলনের রেশ ধরেই ধীরে ধীরে ডুয়ার্স ও তৎকালীন অবিভক্ত বাংলার জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় তেভাগার লড়াইয়ের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে যা পরবর্তীতে এই জেলার বুকে বামপন্থী গণআন্দোলনের শক্তি কে পুষ্ট করে। আগামী ২১ মে বিধান নগর কলাবাড়ি এলাকার যে মাঠে এ লড়াই শুরু হয়েছিল যেখানে কৃষক শ্রমিকরা ঐক্যবদ্ধভাবে জোরদারের লেঠেল বাহিনী ও ইংরেজ পুলিশ বাহিনীর বিরুদ্ধে লড়াই সংগ্রামে অবতীর্ণ হয়েছিল যে আন্দোলনের সাথে জড়িয়ে আছে কমরেড জ্যোতি বসু, কমরেড পরিমল মিত্র, কমরেড সুবোধ সেন এর নাম, যে লড়াইয়ে পুলিশ পিছু হটেছিল সেই হায় হায় পাথার বর্তমান কলাবাড়ি ক্লাবের মাঠে তেভাগা আন্দোলনের লড়াইয়ে শহীদ ১৫ জন কমরেডদের স্মৃতিতে স্মৃতিফলক স্থাপন করবে জেলা কৃষক সভা। পরবর্তীতে ওই মাঠে অনুষ্ঠিত হবে এক বিরাট জনসভা সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির সম্পাদক অমল হালদার, পার্টি রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য জিয়াউল আলম, সিপিআইএম জেলা সম্পাদক কৃষক নেতা সলিল আচার্য, জেলা কৃষক সভার সম্পাদক আশিস সর্কার সভাপতি প্রাণগোপাল ভাওয়াল কৃষক আন্দোলন ও গণআন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দ। গত এক বছর ধরে চলা তেভাগা আন্দোলনের ৭৫ বর্ষপূর্তি ও জলপাইগুড়ি জেলার তেভাগা আন্দোলনের ইতিহাস নিয়ে আগামীতে সারা ভারত কৃষক সভা জলপাইগুড়ি জেলা কাউন্সিলর উদ্যোগে এক পুস্তিকা প্রকাশ করতে চলেছেন কৃষক আন্দোলনের নেতৃবৃন্দ বলে জানালেন সারা ভারত কৃষক সভা জলপাইগুড়ি জেলা কমিটির সম্পাদক আশীষ সরকার।