কৃষকদের শ্যালো মেশিন সহ পাম্পসেট খুলে নিয়ে গেল দুষ্কৃতীরা, মাথায় হাত কৃষকদের
-
গণশক্তির প্রতিবেদন
- May 12, 2022 21:00 [IST]
- Last Update: May 12, 2022 21:00 [IST]
মাঠের ফসল, রোদে শুকাতে দেওয়া পাট চুরি, খেতের সবজি নষ্ট করে দেওয়ার ঘটনা ঘটছিল মাঝে মধ্যেই। থানায় অভিযোগও জানাতে দেখা গেছে ক্ষতিগ্রস্ত কৃষকদের। এবার কয়েক ধাপ এগিয়ে দুষ্কৃতীদের দুঃসাহসিকতার নজির সৃষ্টি করলো উত্তর ২৪পরগনার দেগঙ্গায়।
রাতের অন্ধকারে ফসলের জমি থেকে দুষ্কৃতীরা ছয়জন কৃষকের শ্যালো মেশিন সহ পাম্পসেট খুলে নিয়ে চম্পট দিল। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে দেগঙ্গা কলসুর গ্রাম পঞ্চায়েতের পলতারআটি এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় পলতারআটির বাসিন্দা কৃষক তোজ্জামেল মণ্ডল এদিন সকালে তিনি অন্য কৃষকদের কাছ থেকে খবর পান মাঠে শ্যালো মেশিনগুলো কে বা কারা খুলে নিয়ে গেছে। এরপর তিনি খবর পেয়ে মাঠে গিয়ে লক্ষ্য করেন পরপর ৬ জন কৃষকের পাম্পসহ শ্যালো মেশিন খুলে নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকা। কৃষকদের অভিযোগ রাতের অন্ধকারে এলাকায় বেশ কিছু মদ্যপ যুবক জুয়া খেলার টাকা যোগাড় করতে পারেনি তাই মাঠে কৃষকদের এই শ্যালো মেশিন খুলে নিয়ে বিক্রি করে দিয়েছে। কুড়ি বছর ধরে এই শালো মেশিন গুলোর উপর নির্ভর করে পলতারআটি এলাকায় প্রায় ১০০ বিঘা জমি চাষ বাস হতো। কিন্তু এই শালো মেশিনগুলো চুরি হওয়া মাথায় হাত কৃষকদের। এ বিষয় নিয়ে কৃষকরা দেগঙ্গা থানা এসে অভিযোগ দায়ের করেছে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে দেগঙ্গা থানার পুলিশ।