পাঞ্চ ব্যাঘ্র প্রকল্প মৃত্যু হল এক বাঘিনীর
-
গণশক্তির প্রতিবেদন
- Jan 16, 2022 22:17 [IST]
- Last Update: Jan 16, 2022 22:17 [IST]
শেষ নিঃশ্বাস ত্যাগ করল পাঞ্চ ব্যাঘ্র প্রকল্পের প্রাপ্ত বয়স্ক এক বাঘিনী। এই বাঘিনী কলার ওয়ালি নামে বিখ্যাত ছিল। ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকদের পক্ষ থেকে জানানো হয়েছে এই প্রাপ্তবয়স্ক বাঘিনীর মৃত্যুর সময় বয়স হয়েছিল ১৬ বছর।
টুইটারে মধ্যপ্রদেশের মন্ত্রী ডঃ নরোত্তম মিশ্র এই বাঘিনীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি টুইটারে লিখেছেন, পাঞ্চ ব্যাঘ্র প্রকল্পের 'কলার ওয়ালি বাঘের' মৃত্যুর খবর অত্যন্ত দুঃখজনক। কলার ওয়ালি ২৯টি শাবকের জন্ম দিয়ে ছিলেন। নরোত্তম মিশ্র টুইটারে আরও লিখেছেন 'টাইগার স্টেট' হিসাবে মধ্যপ্রদেশের পরিচয় এর পিছনে এই বাহিনীর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কলার ওয়ালি নামে পরিচিত হলেও ব্যাঘ্র প্রকল্পের পক্ষ থেকে এই বাহিনীর নাম রাখা হয়েছিল টি ১৫।