কেন্দ্রের নির্দেশ মেনেই চলবে, জানালো টিকটক সংস্থা
-
গণশক্তির প্রতিবেদন
- Jun 30, 2020 12:48 [IST]
- Last Update: Jun 30, 2020 12:48 [IST]
সোমবারই টিকটক সহ ৫৯ টি চিনা অ্যাপ ব্লক করেছে ভারত সরকার। তার ২৪ ঘণ্টার মধ্যে টিকটক জানিয়ে দিল, তারা আগামী দিনে ভারত সরকারের নির্দেশিকা পুরোপুরি মেনে চলবে। সেইমতো তারা নিজেদের বদলে নিচ্ছে। পাশাপাশি সংস্থাটির দাবি, ভারতের টিকটক ব্যবহারকারীদের কোনও তথ্যই তারা "চীনের সরকার সহ বিদেশি কোনও সরকারের" কাছে প্রকাশ করেনি। 'টিকটক ইন্ডিয়া'-র প্রধান নিখিল গান্ধী পরিষ্কারভাবে বলেন, "আমাদের সরকারের পক্ষ থেকে কথা বলার জন্যে ডেকে পাঠানো হয়েছে, আমরা তাতে সাড়া দেবো এবং আমাদের তরফে স্পষ্ট করেই সব ব্যাখ্যা দেবো।" সম্প্রতি আইফোনের নতুন অপারেটিং সিস্টেমের (আইওএস-১৪) আপডেট রিলিজ হয়েছে এবং এর মধ্যে একটি বিশেষ ফিচার রয়েছে। ওই বিশেষ ফিচারটি স্মার্টফোনে থাকলে, ব্যবহারকারীদের ডেটা কোন কোন অ্যাপ অ্যাকসেস করছে, সেগুলিকে শনাক্ত করে বলে দেওয়া যেতে পারে ফিচারের মাধ্যমে। এই ফিচারটির মাধ্যমেই জানা গেছে, টিকটক দীর্ঘদিন ধরেই সারা পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ আইফোন ব্যবহারকারীর তথ্যের উপর নজর রাখত। সম্প্রতি ফোর্বস ম্যাগাজিনের একটি আর্টিকেল থেকে জানা গেল, ইউজারদের ক্লিপবোর্ড অ্যাকসেস করে নোটগুলি সহজেই পড়ে নিতে পারত এই চীনা অ্যাপটি। যদিও এ বিষয়ে 'টিকটক' কোম্পানির দাবি, তারা এ ব্যাপারে কিছু জানতেনই না। একটি নতুন ফিচার আপলোড করাতে এই ঘটনা ঘটেছে। কিন্তু এর আগেও উঠেছিল একই অভিযোগ। তখনো তারা দাবি করে, সমস্যার সমাধান করে দিয়েছেন তারা। কিন্তু আবারও 'অ্যাপেল' কোম্পানির দৌলতে সামনে এলো এই অভিযোগ।