ব্রিগেডের প্রচার করায় পাঁশকুড়ায় তৃণমূলী হামলা
-
গণশক্তির প্রতিবেদন
- Feb 03, 2019 09:14 [IST]
- Last Update: Feb 03, 2019 10:26 [IST]
শনিবার রাতে পাঁশকুড়াতে সিপিআই(এম) নেতা আলমগীর হোসেনের বাড়িতে হামলা করলো তৃণমূলী দুষ্কৃতীরা। বোমাবাজি ছাড়াও ভাঙচুর, লুটপাট, মারধর করে দুষ্কৃতীরা। বামফ্রন্টের ব্রিগেডের প্রচার করার অপরাধে এই হামলা। ২০১৬ সালেও একবার হামলা হয়েছিল। শনিবার রাত ১০টায় আবার হামলা করে কুরবান শার নেতৃত্বে তৃণমূলের বাহিনী। আলমগীর হোসেনের বাড়ি,মোটর বাইক ও পোল্ট্রি ফার্ম ভাঙচুর করা হয়েছে। ফার্মের মুরগী লুট করা হয়েছে। রেয়াত করা হয়নি বাড়ির মহিলাদেরও। তাঁদের মারধর করা হয়েছে। মেরে ফেলার, হাত পা ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। তৃণমূল নেতা কুরবান শা ও নভেন্দু মাইতি লাগাতার হুমকি দিচ্ছিলো। এদিন হামলা করায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।