ভোট প্রচারে গিয়ে বস্তিবাসীদের হুমকি দিলেন গৌতম দেব
-
গণশক্তির প্রতিবেদন
- Apr 08, 2021 20:13 [IST]
- Last Update: Apr 08, 2021 20:13 [IST]
ভোট প্রচারে গিয়ে বস্তিবাসীদের হুমকি দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব। এলাকায় একের পর এক উদ্ধার হচ্ছে আগ্নেয়াস্ত্র, বোমা। ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে মানুষের সমর্থনে ক্রমশ শক্তিশালী হচ্ছে সংযুক্ত মোর্চা। এলাকায় আতঙ্ক ছড়াতেই সন্ত্রাসের মরিয়া চেষ্টা চালাচ্ছে তৃণমূল। গৌতম দেবের এই হুমকির ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার ভোট প্রচারে বেড়িয়ে ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রের ঠাকুর নগর রেলগেট এলাকায় যান তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব। সেখানে সরকারি জমিতে কুড়ি বছরেরও বেশি সময় ধরে বসবাস করছেন বেশকিছু পরিবার। তাদেরকে হুমকি দিয়ে তৃণমূল প্রার্থী গৌতম দেব বলেন, ‘আপনারা থাকুন সরকার থেকে যা সাহায্য লাগে আমি দেখবো। আর যদি আমাদের বিরোধীতা করেন তাহলে এখান থেকে উচ্ছেদ করে দেবো। আমি গৌতম দেব যা বলি তাই করি। আমার কাছে সব রিপোর্ট আছে’। উত্তরে এক বস্তিবাসী বলেন, ‘আমি সন্ন্যাসী মানুষ।’ তাঁর কথা শেষ হওয়ার আগেই গৌতম দেব বলেন, ‘ওসব সন্ন্যাসী টন্যাসী আমি বুঝিনা। আমি নিজেও সন্ন্যাসী’।
তৃণমূল প্রার্থীর হুমকিতেই থেমে নেই ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্র। বিগত এক সপ্তাহে একের পর এক এই বিধানসভা কেন্দ্র থেকে উদ্ধার হচ্ছে পিস্তল, বোমা সহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র। ভোটের আগে আতঙ্ক ছড়াতেই যে এই পরিমাণ আগ্নেয়াস্ত্র এলাকায় ঢোকানো হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। পুলিশের ভূমিকা নিয়েও মানুষের মধ্যে যথেষ্ট ক্ষেভ সৃষ্টি হয়ছে।