উবের কাপ থেকে বিদায় সিন্ধুদের
-
-
- May 13, 2022 00:35 [IST]
- Last Update: May 13, 2022 03:00 [IST]
উবের কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল ভারতীয় মহিলা ব্যাডমিন্টন দল। গত ম্যাচে কোরিয়ার কাছে হারের কোনও প্রভাব না পড়লেও, এদিন থাইল্যান্ডের কাছে ৩-০তে হরের ফলে ছিটকে গেল। হাড্ডাহাড্ডি লড়াই করেও ইটানন রচানকের বিরুদ্ধে জিততে পারেননি দু’বারের অলিম্পিক পদক জয়ী ভারতীয় শাটলার পিভি সিন্ধু। বিশ্ব ব্যাডমিন্টনে ৭ নম্বরে থাকা সিন্ধু হারলেন ৮ নম্বর খেলোয়াড়ের কাছে। ৫৯ মিনিটের লড়াই শেষ হয় ২১-১৮, ১৭-২১, ১২-২১ গেমে। ডাবলসে শ্রুতি মিশ্র এবং সিমরন সিংঘি জুটি ১৬-২১, ১৩-২১-এ হারার ফলে পরের ২-০তে পিছিয়ে যায় ভারত। অপর সিঙ্গলসে আকর্ষি কাশ্যপ ১৬-২১, ১১-২১ হারতেই ভারতের উবের কাপ জয়ের স্বপ্ন শেষ হয়।