উত্তরপ্রদেশে ধর্ষনের শিকার স্কুল শিক্ষিকা
-
গণশক্তির প্রতিবেদন
- May 13, 2022 19:20 [IST]
- Last Update: May 13, 2022 19:20 [IST]
উত্তরপ্রদেশে ২৮ বছর বয়সী সরকারি স্কুলের এক শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ এক ব্যাক্তির বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর ওই ব্যাক্তি নির্যাতীতা মহিলাকে ধর্ম পরিবর্তন করার জন্য এবং বিয়ের জন্য চাপ দিতে থাকেন বলে অভিযোগ। এবং তার ওপর চাপ তৈরি করা জন্য সে গোটা ঘটনাটি ভিডিও করেন বলে জানা যাচ্ছে।
একজন পুলিশ আধিকারিক জানিয়েছেন, অভিযুক্ত আমির সহ পাঁচজনের বিরুদ্ধে উত্তরপ্রদেশের বেআইনি ধর্মান্তরকরণ আইনের অধীনে একটি মামলাও দায়ের করা হয়েছে।
নির্যাতীতা মহিলা তার অভিযোগে জানিয়েছেন যে গত ৪ মে, যখন তিনি বাড়ি ফিরছিলেন তখন অভিযুক্ত যুবক তাকে অজ্ঞান করে। এবং তারপর সে তাকে ধর্ষণ করে বলে তার অভিযোগ।
পুলিশ সুপার সঞ্জয় কুমার বলেছেন, মহিলাটি আরও অভিযোগ করেছেন যে আমিরের পরিবারের সদস্যরাও তাকে ধর্মান্তরিত করে আমিরের সাথে বিয়ে করার জন্য চাপ দিচ্ছিল। পুলিশের পক্ষ থেকে জানান হয়েছে যে অভিযুক্তরা পলাতক রয়েছে। তবে তাদের ধরার চেষ্টা চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে।