টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন বিরাট কোহেলি
-
গণশক্তির প্রতিবেদন
- Jan 15, 2022 19:08 [IST]
- Last Update: Jan 15, 2022 19:08 [IST]
এবার টেস্ট অধিনায়কত্বও ছাড়লেন
বিরাট কোহলি। একদিন আগেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২-১-এ টেস্ট সিরিজ হারে ভারতীয়
দল। টি-২০ ক্যাপ্টেন্সি থেকে আগেই নিজেকে সরিয়ে নিয়েছিলেন। তারপর একদিন ক্রিকেট থেকে কোহলিকে ছেঁটে ফেলায়
বিতর্ক শুরু হয়। বোর্ড সভাপতির সঙ্গে ঠান্ডা লড়াই শুরু হয়। আর টেস্ট সিরিজে এগিয়ে
গিয়েও তা হাতছাড়া হওয়ায় নিজেই সরে দাঁড়ালেন কোহলি।