এসএসসি চাকরিপ্রার্থীদের নিয়োগের দাবি সুজন চক্রবর্তীর
-
-
- Jan 08, 2021 02:25 [IST]
- Last Update: Jan 08, 2021 03:00 [IST]
রাজ্যের স্কুল সার্ভিস কমিশন ২০১৬ সালে নিয়োগের পরীক্ষা নিয়েছিল। তৈরি হয় মেধাতালিকা। কিন্তু তারপরে প্রায় ৫ বছর কেটে গেলেও এখনও নিয়োগ প্রক্রিয়া সম্পুর্ণ হয়নি। বাধ্য হয়ে পথে নেমেছেন তাঁরা। এই চাকরি প্রার্থীদের অবিলম্বে নিয়োগের দাবিকে সমর্থন জানিয়ে বৃহষ্পতিবার মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী।
চিঠিতে তিনি জানান, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের প্রাক্কালে এই চাকরিপ্রার্থীরা কলকাতা প্রেস ক্লাবের সামনে টানা ২৯ দিন অনশনে বসেন। আন্দোলনের চাপে মুখ্যমন্ত্রী বাধ্য হন অবস্থানরত হবু শিক্ষকদের সঙ্গে অবস্থান মঞ্চে গিয়ে দেখা করতে। তিনি প্রতিশ্রুতি দেন, মেধা তালিকায় থাকা একজন পরীক্ষার্থীরও নিয়োগ বাতিল হবে না। এমনকি প্রয়োজনে নিয়ম বদলেরও কথা বলেন। কার্যক্ষেত্রে দেখা যায়, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। অল্প কিছু পরীক্ষার্থী চাকরি পেলেও অধিকাংশই বঞ্চিত থেকে যান। বিশেষ করে কর্মশিক্ষা এবং শরীরশিক্ষা বিষয়ক প্রার্থীরা।
শরীরশিক্ষা এবং কর্মশিক্ষা বিষয়ক প্রার্থীরা ২০২০ সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি দ্রুত নিয়োগের প্রতিশ্রুতিও দেন। কিন্তু তারপরেও নিয়োগ প্রক্রিয়া গতি পায়নি। সুজন চক্রবর্তী প্রশ্ন তুলেছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও কেন এতদিন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলো না? পর্যাপ্ত শূন্যপদ থাকা সত্ত্বেও নিয়োগ না হওয়ায় চরম মানসিক এবং অর্থনৈতিক প্রতিকূলতার সম্মুখীন হতে হচ্ছে পরীক্ষার্থী এবং তাঁদের পরিবারকে। অগুন্তি শিক্ষিত বেকারের কর্মসংস্থান সুনিশ্চিত না হওয়ায় রাজ্যের অর্থনৈতিক গ্রাফও নিম্নমুখী। যুবসমাজের ভবিষ্যৎ ক্রমশই অন্ধকারে তলিয়ে যাচ্ছে। নিয়োগের অপেক্ষায় তাঁদের জীবন থেকে এক এক করে হারিয়ে যাচ্ছে মূল্যবান বছরগুলি। সুজন চক্রবর্তী দাবি জানিয়েছেন, অবিলম্বে প্রতিশ্রুতি অনুযায়ী, এবং স্বচ্ছতা মেনে এই চাকরিপ্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া সুনিশ্চিত করার উদ্যোগ নিন মুখ্যমন্ত্রী।