করোনা আক্রান্ত দুই পর্যবেক্ষক
-
গণশক্তির প্রতিবেদন
- Apr 08, 2021 20:37 [IST]
- Last Update: Apr 08, 2021 20:37 [IST]
করোনা আক্রান্ত বিধানসভা নির্বাচনে আসা দুই পর্যবেক্ষক। বৃহস্পতিবার সকালে করোনা রিপোর্ট পজেটিভ পাওয়া গেল নদীয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভার দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক নাগার্জুন এম ও নদীয়ার কৃষ্ণনগর উত্তর, চাপড়া কালীগঞ্জ ও নাকাশিপাড়া বিধানসভা কেন্দ্রের এক্সপেন্ডেচার অবজারভার নাকিদি সুরঞ্জন কুমারের।
এদিন এই দুই জনের রিপোর্ট পজেটিভ আসার পরই নড়েচড়ে বসে নদীয়া জেলা প্রশাসন। ইতিমধ্যে কৃষ্ণগঞ্জ বিধানসভার জেনারেল অবজারভারের বদলে অন্য আরেকজন সাধারণ পর্যবেক্ষক আসছেন। জানা গেছে গত ৬ এপ্রিল এই অবজারভাররা জেলাশাসক পার্থ ঘোষ সহ জেলার অন্যান্য নির্বাচনের কাজে যুক্ত আধিকারিকদের নিয়ে একটি সভা করেছিলেন। এছাড়াও তাঁরা সার্কিট হাউসে থাকাকালীন নির্বাচনের কাজে এই অফিসারদের সাথে বেশ কয়েকজন কর্মী ও তাদের সংস্পর্শে এসে ছিলেন। জেলাশাসক পার্থ ঘোষ জানিয়েছেন পর্যবেক্ষকদের সংস্পর্শে আসা প্রত্যেককেই চিহ্নিত করে তাঁদের করোনা পরীক্ষা করা হবে। স্বাভাবিক ভাবেই এই দুই পর্যবেক্ষকের করোনা রিপোর্ট পজেটিভ আসার পরই উদ্বেগে জেলা প্রশাসন।