ওয়েস্ট ইন্ডিজের জয়ে শুরু হল ক্রিকেট
-
-
- Jul 13, 2020 13:20 [IST]
- Last Update: Jul 13, 2020 13:09 [IST]
সব ভালো, যার শেষ ভালো।
দীর্ঘদিন আগে ইংল্যান্ড পৌঁছানো, কোয়ারান্টিন। করোনা সতর্কতা। সব বিরক্তি উচ্ছ্বাসে পরিণত হলো ওয়েস্ট ইন্ডিজের। তবে নেতৃত্বের অভিষেক সুখকর হলো না বেন স্টোকসের।
শেষদিন সংখ্যার দিক থেকে মাত্র ২০০ রান তাড়া করতে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। মনে হতে পারে, এ আর এমন কী কঠিন লক্ষ্য! তবে রান তাড়ার শুরুটা একেবারেই ভালো হয়নি। বারবার হোঁচট খেলেও উঠে দাঁড়িয়েছে তারা। রান আউটের আশঙ্কা। নো বলে উইকেট রক্ষা। ঘটনা বহুল টেস্ট। ঐতিহাসিকও। তবে শেষটা ভালোই হলো ওয়েস্ট ইন্ডিজের। ৪ উইকেটে জয় দিয়ে সফর শুরু করল তারা।
করোনা আতঙ্কের মাঝেই জৈব সুরক্ষিত পরিবেশে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। ঐতিহাসিক মুহূর্তে উচ্ছ্বাসে ভাসল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররা। মাঠে দর্শক নেই। নিজেদেরই উৎসাহ খুঁজে নিতে হতো। তারা নিলেন। টিভিতে যারা চোখ রেখেছিলেন, সকলকে তৃপ্তিও দিলেন।
চতুর্থ দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ছিল ২৮৪/৮। মনে হচ্ছিল, ২০০’র কম রান তাড়া করতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। তবে শেষদিকে দ্রুত রান তুলে ২০০’র সামনে ফেলে দেন জোফ্রা আর্চার। ২৩ রান করেন তিনি। ইংল্যান্ডের ইনিংস শেষ হয় ৩১৩ রানে। শ্যানন গ্যাব্রিয়েল পাঁচ উইকেট নেন।
জয়ের লক্ষ্যে নেমে ইনিংসের চতুর্থ ওভারে আর্চারের ইয়র্কারে পায়ে গুরুতর চোট পান ওয়েস্ট ইন্ডিজ ওপেনার জন ক্যাম্পবেল। সেসময় মাঠ ছাড়েন তিনি। আর্চারের পরের ওভারে ইনসাইড এজ লেগে বোল্ড আরেক ওপেনার ব্রেথওয়েটও। মধ্যাহ্নভোজে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৩৫/৩। উইকেট লক্ষ্য করে বোলিং করছিলেন ইংল্যান্ড বোলাররা। মাঝে মাঝে বাউন্সার। ৩৫.৪ ওভারে আর্চারের বডিলাইন বাউন্সারে কট বিহাইন্ড রস্টন চেস। নিঃসন্দেহে ওয়েস্ট ইন্ডিজ শিবিরে বড় ধাক্কা। তবে সেই ধাক্কা সামলে দিলেন জেরমাইন ব্ল্যাকউড। উইকেটরক্ষক শেন ডরিচকে নিয়ে বড় জুটি গড়লেন। রোমাঞ্চ তখনও বাকি ছিল। টেস্টে প্রতি মুহূর্তে রঙ বদলায়। এদিনও হলো। ১৬৭/৫ হতে পারত ওয়েস্ট ইন্ডিজের স্কোর। স্টোকসের বলে প্রথম স্লিপে ধরা পড়েন ডরিচ। সকলে উচ্ছ্বসিত হলেও স্টোকস শান্ত। রিপ্লেতে দেখা গেল তাঁর পা দাগ পেরিয়েছে। নো বলে রক্ষা পান ডরিচ। কিন্তু পরের বলেই কট বিহাইন্ড। ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছিলেন স্টোকস। ব্ল্যাকউডের সঙ্গে যোগ দেন অধিনায়ক জেসন হোল্ডার। ঠান্ডা মাথায় ইনিংস এগিয়ে নিয়ে যান। জয় থেকে মাত্র ১১ রান দূরে। ব্ল্যাকউডের শতরানে দরকার ৫ রান। এমন সময় মিড অফের উপর দিয়ে মারতে গিয়ে অ্যান্ডারসনের হাতে ধরা পড়লেন ব্ল্যাকউড। শতরান হলো না। তবে দল জিতল। হোল্ডারের সঙ্গে বাকি কাজটুকু সম্পন্ন করলেন পুনরায় ব্যাট করতে নামা জন ক্যাম্পবেল।
২০১২’র পর ইংল্যান্ডের মাটিতে দ্বিতীয় জয় ওয়েস্ট ইন্ডিজের। স্মরণীয় জয়।