বাড়ি ভাঙার শোকে মৃত্যু বৃদ্ধার
-
গণশক্তির প্রতিবেদন
- Sep 11, 2019 18:26 [IST]
- Last Update: Sep 11, 2019 18:26 [IST]
বাড়িতে ফাটল ধরায় মেট্রো কর্তৃপক্ষের নির্দেশে ছাড়তে হয় বাড়ি। নিজের এতদিনের বাস ছেড়ে আশ্রয় নিতে হয় ব্রডওয়ে হোটেলে। কিন্তু ভিটে হারানোর শোক বইতে পারেননি বছর ৮৭-র বৃদ্ধা অঞ্জলি মল্লিক। মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ওই বৃদ্ধার।
২নম্বর স্যাকরা লেনের বাসিন্দা ছিলেন অঞ্জলি দেবী। বাড়ি ছাড়ার পর থেকেই বিমর্ষ হয়ে পড়েন তিনি। শারীরিকভাবে আরো অসুস্থ হয়ে পড়েন। মেট্রোর ডাক্তারের নির্দেশেই এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে রাত ১০.৪০মিনিট নাগাদ মৃত্যু হয় তাঁর।