ভারতে শুরু হল টিকা করণ প্রক্রিয়া
-
গণশক্তির প্রতিবেদন
- Jan 16, 2021 15:57 [IST]
- Last Update: Jan 16, 2021 15:57 [IST]
দেশ জুড়ে শনিবার শুরু হল করোনার টিকা করণ প্রক্রিয়া। এদিন সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা টিকাকরণ প্রক্রিয়ার সূচনা করেন। দেশের বিভিন্ন প্রান্তে চলছে করোনা টিকাকরণ। বর্ধমানের মহকুমা হাসপাতালে প্রথম টিকা নিলেন ডাঃ শুভময় চট্টোপাধ্যায়।
বিশ্বের সবচেয়ে বড় টিকাকরণ কর্মসূচি চলছে ভারতে। দেশজুড়ে তিন হাজার ৬টি কেন্দ্রে হচ্ছে টিকাকরণ। প্রথম দফায় স্বাস্থ্যকর্মীরা পাবে টিকা। প্রায় ৩ কোটি করোনা যোদ্ধাকে টিকা দেওয়া হবে। টিকার সমস্ত খরচ বহন করবে কেন্দ্র। টিকাকরণের পর প্রত্যেককে দেওয়া হবে ডিজিটাল ভ্যাকসিনেশন কার্ড ধাপে ধাপে আরও ২৭ কোটি মানুষকে টিকা দেওয়ার কাজ শুরু হবে।