ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সংসদের বাইরে নিগৃহীত যুবতী
-
নিজস্ব প্রতিনিধি
- Dec 01, 2019 13:16 [IST]
- Last Update: Dec 01, 2019 13:16 [IST]
- নিজস্ব প্রতিনিধি: নয়াদিল্লি, ৩০ নভেম্বর— ‘‘নিজের দেশেই কেন নিরাপদ নই আমি?’’ শনিবার সংসদ ভবন কমপ্লেক্সের ২-৩ নম্বর গেটের বাইরে রাস্তায় হাতে প্ল্যাকার্ড নিয়ে বসে পড়ে একটি মেয়ে। বছর ২০’র অনু দুবে। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। মাথা নিচু করে বসে আছেন যুবতী। দাবি একটাই, নিরাপত্তা পাক সব বয়সের মেয়েরা। ধর্ষকদের কড়া শাস্তি হোক। তেলেঙ্গানার শামসাবাদে পশু চিকিৎসক ২৭ বছরের তরুণীকে দলবেঁধে ধর্ষণ করে জীবন্ত পুড়িয়ে হত্যার ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিবাদে সোচ্চার হয়েছেন সমাজের সকল স্তরের মানুষ। অনুও তাঁদেরই একজন। বর্বরোচিত এই ঘটনার প্রতিবাদ দেখাতে গিয়ে চূড়ান্ত হেনস্তার শিকার হতে হয়েছে এই যুবতীকে। মারধর করা হয়েছে তাঁকে। এদিন দেশের বিভিন্ন জায়গাতেই প্রতিবাদে সরব হয়েছেন সাধারণ মানুষ।
কেন্দ্রের বিজেপি সরকার পরিচালিত দিল্লির পুলিশ তাঁর সঙ্গে অভব্য আচরণ করেছে তা-ই নয়, বেধড়ক মারধরও করা হয়েছে বলে অভিযোগ করেছেন অনু। পার্লামেন্ট স্ট্রিটের পুলিশ তাঁকে জোর করে ওই জায়গা থেকে তুলে নিয়ে গিয়ে আটক করেছে। দেশের কোণায় কোণায় লাগাতার ধর্ষণ-শ্লীলতাহানির শিকার হচ্ছেন মেয়েরা। তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়েও নির্যাতনের শিকার হচ্ছেন মেয়েরা। এই ঘটনায় দিল্লি পুলিশকে নোটিস পাঠিয়েছে দিল্লির মহিলা কমিশন। হেড কনস্টেবল কুলদীপ এবং মঞ্জু ও অন্যান্য পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে মারধর, হুমকির অভিযোগ করেছেন অনু। তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবি জানিয়েছে মহিলা কমিশন।
এদিন তেলেঙ্গানার শাদনগর থানার বাইরে ধৃত চারজন অভিযুক্তের কড়া শাস্তি দাবি করে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয়রা। ক্ষোভের সঙ্গে তাঁরা পুলিশকর্মীদের সরাসরি বলেছেন, ‘‘এই ঘৃণ্য কাজের শাস্তি সেরকমই হওয়া উচিত। আপনারা না পারলে অভিযুক্তদের আমাদের হাতে তুলে দিন।’’ বর্বরোচিত এই ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের পর থেকেই ঘটনাটিকে সাম্প্রদায়িক রূপ দেওয়ারও চেষ্টা চলছে সোশ্যাল মিডিয়ায়। চার অভিযুক্তের একজন মুসলিম হওয়ায় উগ্র হিন্দুত্ববাদীরা লাগাতার সেই বিষয়টিকে হাতিয়ার করেই প্রচার চালিয়ে যাচ্ছে। জোলু শিবা, জোলু নবীন, মহম্মদ আরিফ, চিন্তকুন্ত চেন্নাকেশাভলু— চার অভিযুক্তের ১৪ দিনের বিচারবিভাগীয় হেপাজতের নির্দেশ দিয়েছে আদালত। তেলেঙ্গানার বিভিন্ন জায়গায় মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন এই ধর্ষণ-খুনের।
এদিকে, উত্তর প্রদেশের সম্ভলে ১৬ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে তার গায়েও আগুন ধরিয়ে দেয় অভিযুক্তরা। ঘটনাটি ঘটেছে গত ২১ নভেম্বর। শনিবার দিল্লির সফদরজঙ হাসপাতালে মৃত্যু হয়েছে ওই নাবালিকার। উত্তর প্রদেশেই হস্টেলে ছাত্রীর আত্মহত্যার ঘটনায় তদন্তের দাবি জানিয়ে আদিত্যনাথকে চিঠি লিখেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী।