কল্যাণী এইমসের নিয়োগ রিপোর্ট চাইল হাইকোর্ট
-
-
- Aug 06, 2022 14:55 [IST]
- Last Update: Aug 06, 2022 14:55 [IST]
কল্যাণী এইমসে কর্মী নিয়োগ সংক্রান্ত রিপোর্ট চাইল হাইকোর্ট। শুক্রবার রাজ্য সরকারের কাছ থেকে এই রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিসন বেঞ্চ। কল্যাণী এইমসে কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়ে মৈত্রী দানা কল্যাণী এইমসে ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরি করেন। তিনি এই চাকরি পেয়েছেন কোনও নিয়োগ প্রক্রিয়া ছাড়াই। অন্যদিকে বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূর বিরুদ্ধেও এই একই অভিযোগ উঠেছে। এই অভিযোগের ভিত্তিতে কল্যাণী থানায় এফআইআর করেছিলেন এক চাকরি প্রার্থী। মৈত্রী দানা গত এপ্রিল মাস থেকে এখানে চাকরি করছেন। এই মামলায় সিআইডি তদন্ত করলেও আদালতে সিবিআই তদন্তের দাবি উঠেছে। সিআইডি জানিয়েছে মৈত্রী দানা তদন্তে সহযোগিতা করছেন না। শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব অতিরিক্ত সহযোগী সলিসিটর জেনারেল বিল্বদল ভট্টাচার্যের কাছে এই মামলায় সিবিআই’র বক্তব্য জানতে চেয়েছেন। মামলাটি পুনরায় ১৬আগস্ট শুনানির জন্য রাখা হয়েছে।