ব্যয়সাধ্য চিকিৎসার ব্যবস্থা, বিজয়গড়ে বিকল্প স্বাস্থ্যকেন্দ্র
-
-
- Aug 06, 2022 14:47 [IST]
- Last Update: Aug 06, 2022 14:47 [IST]
জীবনদায়ী ওষুধের উপরেও জিএসটি
চাপিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। অতিমারী পরিস্থিতিতে সাধারণ মানুষকে চিকিৎসা
পরিষেবা দেওয়ার বদলে ওষুধের দাম বাড়িয়েছে এই সরকার। ওই সময়ে মানুষের পাশে না থেকে
ভোটের স্বার্থে ‘দুয়ারে সরকার’-এর আয়োজন করেছে রাজ্যের তৃণমূল সরকার। শুক্রবার বিজয়গড়ে
যাদবপুর শ্রমজীবী ট্রাস্ট ও নিকুঞ্জ চক্রবর্তী চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে একটি
বিকল্প স্বাস্থ্যকেন্দ্রর উদ্বোধন করে একথা বলেন সিপিআই(এম)’র রাজ্য
সম্পাদক মহম্মদ সেলিম।
স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন
উপলক্ষে আয়োজিত সভায় তিনি বলেন, দেশ স্বাধীনতার ৭৫ বছর পালন করতে চলেছে। কিন্তু শিক্ষা, স্বাস্থ্যর
মৌলিক অধিকার মানুষ পাননি। মুখ্যমন্ত্রী মাল্টিস্পেশালিটি হাসপাতালের কথা বলেন।
কিন্তু বাস্তব চিত্র পুরো আলাদা। তৃণমূলের সরকারের আমলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার
বেহাল দশার কথা উঠে আসে তাঁর কথায়।
কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করে তিনি বলেন, একের পর এক
রাষ্ট্রায়ত্ত সংস্থাকে জলের দরে বেসরকারি মালিকদের কাছে বিক্রি করে চলেছে
কেন্দ্রীয় সরকার। পুঁজিপতিরা যখন একের পর সম্পদ লুঠ করছে, রাজ্য জুড়ে
যখন দুর্নীতি চলছে, তখন তৃণমূল এবং বিজেপি সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে। নয়া
শিক্ষানীতির নাম করে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিতে চাইছে কেন্দ্রের সরকার।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
বিশিষ্ট চিকিৎসক ফুয়াদ হালিম, ডাঃ প্রদ্যুৎ শুর,
ডাঃ নিলয় মজুমদার। উপস্থিত ছিলেন
সিপিআই(এম) নেতা সুদীপ সেনগুপ্ত, শতরূপ ঘোষ, কৌস্তভ চ্যাটার্জি,
সুব্রত দত্ত প্রমুখ। এদিনের সভা
পরিচালনা করেন অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস।
প্রসঙ্গত, সিপিআই(এম)’র পক্ষ থেকে
শিক্ষা ও স্বাস্থ্যের দাবিতে বিকল্প ভাবনা নিয়ে ‘মিশন ৩৬০’ অভিযান শুরু
হয়েছে গোটা রাজ্যে। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিকল্প ক্লাসরুম, স্বাস্থ্যকেন্দ্র
পথ চলা শুরু করেছে। এদিন স্বাস্থ্যকেন্দ্রের তহবিলে সাহায্য হিসাবে ১০ হাজার টাকা
দেন রামগড়ের বাসিন্দা দেবাশিস দাশগুপ্ত।