কাবুলে মার্কিন ড্রোন হামলায় নিহত আল কায়দা প্রধান
-
-
- Aug 02, 2022 16:19 [IST]
- Last Update: Aug 02, 2022 16:19 [IST]
কাবুলে মার্কিন হামলায় নিহত আল কায়দা প্রধান আয়মান আল-জাওয়াহিরি। মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে, সোমবার টুইটের মাধ্যমে এই মৃত্যুর খবর দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিজেই। রবিবার আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ পরিচালিত ড্রোন হামলায় আল কায়দা প্রধান নিহত হন। প্রসঙ্গত, এই আয়মান আল-জাওয়াহিরি ৯/১১ হামলার অন্যতম চক্রী ছিলেন। আল কায়দা প্রধানকে মৃত্যুর খরব জানিয়ে গতকাল রাতে রাষ্ট্রপতি জো বাইডেন জানিয়েছেন, জাওয়াহিরির বিরুদ্ধে মার্কিন নাগরিকদের হত্যা ও সহিংসতার প্রমাণ রয়েছে। টুইট বার্তায় তিনি দাবি করেন, ন্যায়বিচার হয়েছে, সন্ত্রাসবাদি নেতা আর নেই।’ রাষ্ট্রপতি জো বাইডেন জানিয়েছেন, ‘৭১ বছর বয়সী জাওয়াহিরিকে হত্যার জন্য হামলা করতে তিনি অনুমোদন দিয়েছিলেন। এজন্য কয়েকমাস পরিকল্পনা করা হয়।’
সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, যখন আমেরিকার ড্রোন থেকে দুটি মিসাইল হামলা চালানো হয় তখন জাওয়াহির একটি সেফ হাইজের বারান্দায় দাঁড়িয়ে ছিলেন। তাঁর পরিবারের অন্যান্য সদস্যরাও সে বাড়িতে উপস্থিত ছিলেন। কিন্তু তাদের কোন ক্ষতি হয়নি। এর আগে ২০১১ সালের ২মে পাকিস্তানের অ্যাবোটাবাদে থাকাকালীন ওসামা বিন লাদেনকে হত্যা করেছিল আমেরিকা। তারপর ২০১১ সালের ১৬ জুন আয়মান আল-জাওয়াহিরিকে আল-কায়েদার নতুন নেতা হিসেবে ঘোষণা করা হয়। একসময় ওসামা বিন লাদেনের ব্যক্তিগত চিকিৎসক ছিলেন আয়মান আল-জাওয়াহিরি। সরাসরি তাকে ধরার ও তার বিষয়ে তথ্য দেওয়ার জন্য দুই কোটি ৫০ লাখ মার্কিন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করা হয়েছিল মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে। মার্কিন টেলিভিশন চ্যানেলগুলও আল কায়দা নেতার হত্যার খবর নিশ্চিত করেছে। ওসামা বিন লাদেনের মৃত্যুর ১১ বছর পর এই ঘটনা আল কায়দার কাছে সবচেয়ে বড় ধাক্কা।