মমতার মন্ত্রী হয়েও অমর্ত্য সেনকে সেই আক্রমণ বাবুলের
-
-
- Aug 06, 2022 13:33 [IST]
- Last Update: Aug 06, 2022 13:33 [IST]
মোদীর মন্ত্রীসভা ছেড়ে মমতা ব্যানার্জির মন্ত্রীসভায় এসে সেই আরএসএস-বিজেপি’র সুরেই নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে আক্রমণ করলেন বাবুল সুপ্রিয়।
শুক্রবারই মহাজাতি সদনে ২০২২সালের মুজফ্ফর আহ্মদ স্মৃতি পুরস্কারে সম্মানিত করা হয়েছে নোবেলজয়ী অর্থনীতিবিদকে। তাঁর বই ‘হোম ইন দ্য ওয়ার্ল্ড : এ মেমোয়্যার’এর জন্য এই সম্মান দেওয়া হয়েছে। এই প্রসঙ্গেই এদিন সাংবাদিকরা মমতা ব্যানার্জির মন্ত্রীসভার ‘নতুন মুখ’ বাবুল সুপ্রিয়কে প্রশ্ন করলে তিনি বলেন, ‘‘অমর্ত্য সেন একজন ট্যুরিস্ট! একজন্য মান্যগণ্য অর্থনীতিবিদ হয়েও রাজনৈতিক রঙের বাইরে উনি বের হতে পারছেন না। আগেও দেখেছি, উনি ‘কন্টিনিউয়াসলি’ এটা করছেন।’’
বাবুল সুপ্রিয়’র মুখে ‘উনি কন্টিনিউয়াসলি এটা করছেন!’ কথাটি তাৎপর্যপূর্ণ। কারণ এর আগে কলকাতাতেই বিজেপি’র ‘জয় শ্রীরাম’ স্লোগান নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছিলেন অমর্ত্য সেন। বছরখানেক আগে অমর্ত্য সেনের বিরুদ্ধে তীব্র কটাক্ষ শুরু করেছিলেন এরাজ্যের বিজেপি নেতারা। বিজেপি নেতা দিলীপ ঘোষ ওই সময় অমর্ত্য সেনের উদ্দেশ্যে বলেছিলেন, ‘‘জমিচোরকে নোবেল দেওয়া হয়েছে। দেশ ওঁকে অনেক কিছু দিয়েছে। উনি দেশকে কী দিয়েছেন, তা নিয়ে রিসার্চ করতে হবে।’’ ওই সময় মোদী সরকারের মন্ত্রী ছিলেন বাবুল সুপ্রিয়। অমর্ত্য সেনকে আক্রমণ করে টুইট করে বাবুল সুপ্রিয় লিখেছিলেন, ‘‘তাঁর বয়স কথা বলছে, মস্তিষ্ক বা অন্য কিছু নয়। সেই কারণেই জয় শ্রীরাম কথার মানে বুঝতে পারেননি।’’
মোদী সরকারের রাষ্ট্রমন্ত্রী ছিলেন আসানসোল দাঙ্গায় অভিযুক্ত বাবুল সুপ্রিয়। গত বুধবার তিনি মমতা ব্যানার্জির মন্ত্রীসভায় পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নিয়ে বলেছিলেন, ‘‘প্রথম ইনিংসের থেকেও দ্বিতীয় ইংনিসে আরও উজ্জ্বল হওয়ার জন্য সর্বতোভাবে নিজেকে উজাড় করে দেব।’’ গত বৃহস্পতিবার তথ্য প্রযুক্তি দপ্তরের দায়িত্বভার গ্রহণ করেন বাবুল সুপ্রিয়। এদিন তিনি নব মহাকরণে এসেছিলেন পর্যটন দপ্তরের দায়িত্বভার বুঝতে। পর্যটন দপ্তরের দায়িত্ব নিয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদকে ‘ট্যুরিস্ট’ বলে আক্রমণ করলেন মমতা সরকারের পূর্ণমন্ত্রী। এদিন অমর্ত্য সেনকে আক্রমণ করে বাবুল সুপ্রিয় বুঝিয়ে দিয়েছেন তাঁর প্রথম ও দ্বিতীয় দুই ইনিংসে খেলার কোনো পরিবর্তন হবে না। মোদী সরকারের মন্ত্রী থাকার সময় যে ভাষায় নোবেলজয়ীকে কটাক্ষ করেছেন, মমতা ব্যানার্জির মন্ত্রীসভাতে এসেও একই ভাষা ব্যবহার করায় কোনো অসুবিধা নেই।
সম্প্রতি রাজ্য সরকারের তরফ থেকে অমর্ত্য সেনকে ‘বঙ্গবিভূষণ’ দিতে চাওয়া হয়েছিল। কিন্তু বিদেশে থাকার জন্য তিনি অন্য কোনো বিশিষ্টজনকে এই পুরস্কার দিতে অনুরোধ করেন। এদিনই মুজফ্ফর আহ্মদ স্মৃতি পুরস্কার গ্রহণ করা নিয়ে বাবুল সুপ্রিয়কে প্রশ্ন করায় তাঁর এই প্রতিক্রিয়া। বাবুল সুপ্রিয় এখন আর বিধায়ক নন। তিনি রাজ্য সরকারের মন্ত্রী। ফলে নোবেলজয়ী অর্থনীতিবিদকে নিয়ে এমন ঔদ্ধত্যপূর্ণ মন্তব্যের মুখ্যমন্ত্রী কী ব্যবস্থা নেয়, সেটাই দেখার।