ড্র করল বার্সা-জুভে
-
-
- Jul 28, 2022 11:42 [IST]
- Last Update: Jul 28, 2022 11:42 [IST]
প্রাক মরশুম প্রীতি ম্যাচে
জুভেন্টাসের সঙ্গে ২-২ গোলে ড্র করল বার্সেলোনা। এর আগে এল ক্লাসিকোয় রিয়াল
মাদ্রিদকে হারিয়েছিল জাভি হার্নান্ডেজের দল। কিন্তু এদিন জয় ছিনিয়ে নিতে পারলেন
না। কাতালান ক্লাবের হয়ে ওউসমানে ডেম্বেলে এবং মইস কিন দুটি করে গোল করেছেন দুই
দলের হয়ে। ৩৪ মিনিটে ডেম্বেলের গোলে এগিয়ে গেলেও, ৩৯ মিনিটে সমতা ফেরান
জুভেন্টাসের মইস কিন। কিন্তু পর মুহূর্তেই ফের এগিয়ে দেন ফরাসি তরুণ। তবে
দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটে ফের গোল করে ম্যাচে ভারসাম্য নিয়ে আসেন মইস কিন। আবার অন্য
ম্যাচে ক্লাব আমেরিকার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। একটি করে গোল
করেছেন করিম বেঞ্জেমা ও ইডেন হ্যাজার্ড।