আম চুরির দায়ে প্রধানমন্ত্রীর কেন্দ্রে পিটিয়ে হত্যা দলিত কিশোরকে
-
-
- Aug 06, 2022 15:09 [IST]
- Last Update: Aug 06, 2022 15:09 [IST]
শুক্রবার দূরদর্শনের এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলেছেন, আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ‘স্বাধীনতার অমৃত মহোৎসব’ উদ্যাপন করছি। এখান থেকে ভারতের এমন উল্লম্ফন হবে যে তাকে মহান হওয়া থেকে কেউ রুখতে পারবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের এমন অত্যুৎজ্জ্বল ছবি যখন ফিরি করছেন দেশের স্বরাষ্ট্র মন্ত্রী তখন প্রধানমন্ত্রীর নির্বাচন কেন্দ্র বারাণসীতে আম চুরির দায়ে এক দলিত কিশোরকে তথাকথিত উঁচু জাতের লোকেরা পিটিয়ে মেরে ফেলেছে বলে পুলিশের কাছে অভিযোগ লেখাতে ব্যস্ত তার বাবা। প্রধানমন্ত্রীর দলের দ্বারা রাজ্য সরকারের পুলিশ সেই অভিযোগ স্বীকার না করে জানাচ্ছে রোগে ভুগে মরে গেছে দলিত কিশোর।
মৃত কিশোর চোদ্দ বছরের বিজয় কুমার গৌতমের বাবা পাপু রাম বলেছেন, গুড্ডু সিংয়ের দোকানে কিছুদিন আগে তার ছেলে গিয়েছিল। সেখানে গুড্ডু সিং, পাকরু সিং, সৌরভ সিং এবং শিবম সিং সকলেই তথাকথিত উঁচু জাতির, অভিযোগ করে গৌতম আম আর চাল চুরি করেছে। তারা গৌতমকে মারধর করে হুমকি দেয় কারোকে বললে ফের মারবে। এরপর সৌরভ সিং পুলিশ ডাকে। পুলিশ ‘চুরি’ হওয়া চাল আর আমের জন্য গৌতমকে ৪০০ টাকা দিতে বাধ্য করে। পাপু রাম বলেছেন, মারধরের ফলে তার ছেলের শরীরে অভ্যন্তরীণ ক্ষত হয়। তার জেরে ৩১ জুলাই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ওই ক্ষতের জন্য ছেলের মৃত্যু হয় বলে জানিয়েছেন পাপু রাম। পুলিশ যথারীতি এই অভিযোগ অস্বীকার করেছে এবং দাবি করেছে রোগে ভুগে মরে গেছে ওই দলিত কিশোর।