‘বেটি বাঁচাও বেটি পড়াও’র সিংহভাগ খরচই বিজ্ঞাপনে
-
-
- Aug 06, 2022 13:45 [IST]
- Last Update: Aug 06, 2022 13:45 [IST]
‘বেটি বাঁচাও
বেটি পড়াও’ প্রকল্প স্রেফ প্রচারের ঢক্কানিনাদ! দেশের ‘বেটি’দের বাঁচিয়ে
তাদের পড়ানোর বাস্তব রূপায়ণের বদলে বিজ্ঞাপনেই খরচ করা হয়েছে সিংহভাগ বরাদ্দ।
সংসদীয় কমিটির রিপোর্টেই এই গূঢ় সত্য প্রকাশ পেয়েছে। দেখা যাচ্ছে, ২০১৬-১৯
সালের মধ্যে তিন বছরে নানা ধরনের মাধ্যমে ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্পের প্রচারের কাজে খরচ
হয়েছে বরাদ্দের ৭৮ শতাংশ। সরকারকে এই প্রকল্পের বিজ্ঞাপনী খরচ পুনর্বিবেচনার
সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বিজ্ঞাপনের বদলে ওই প্রকল্পের সিংহভাগ অর্থ সংশ্লিষ্ট
‘বেটি’দের শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রে ব্যবহার করা উচিত বলেও
মতামত দিয়েছে নারী ক্ষমতায়ন মন্ত্রকের সংসদীয় কমিটি। বৃহস্পতিবার এই রিপোর্ট পেশ
করা হয়েছে লোকসভায়।
রিপোর্টের বক্তব্য, ছ’বছর ধরে বহু
প্রচার করা হয়েছে ওই কর্মসূচির। এর ফলে জনমানসে এই বিষয়ে সচেতনতা অনেকাংশে বেড়ে
গিয়েছে। তাই এখন অন্তত প্রচারের অভিমুখ ঘুরিয়ে দিয়ে কন্যা শিশুদের পড়া ও
স্বাস্থ্যের দিকে নজর দেওয়া জরুরি।