দপ্তরেই বোলপুরের ভূমি আধিকারিকের মাথায় পিস্তল ঠেকিয়ে হূমকি, 'রেকর্ড না করলে ঝাঁঝরা করে দেব'
-
গণশক্তির প্রতিবেদন
- Aug 05, 2022 20:21 [IST]
- Last Update: Aug 05, 2022 20:21 [IST]
ব্লক ভূমি দপ্তরে পিস্তল হাতে চড়াও দুই দুষ্কৃতি। দপ্তরেই খোদ ব্লক ভূমি আধিকারিকের মাথায় পিস্তল ঠেকিয়ে তাদের কাজ অবিলম্বে করে দেওয়ার হুমকি দেয় ওই দুই দূষ্কৃতি! বোলপুরের বিএলআরও দপ্তরের ঘটনায় চমকে দিয়েছে সকলকে। আতঙ্ক ছড়িয়েছে দপ্তরের অন্দরেও। প্রত্যক্ষদর্শীদের কথাউ, জমি মাফিয়া দুই দুষ্কৃতি হাতে পিস্তল নিয়ে আধিকারিকের টেবিলে রীতিমত ফাইল ছূঁড়ে মাথায় পিস্তল ঠেকিয়ে তখনই জমির রেকর্ড করার নিদান দেয়। অন্যথা ফল খারাপ হওয়ার হূমকি দেয়। বোলপুর-শান্তিনিকেতন জুড়ে কখনও সোনাঝুড়ি তো কখনও শ্যামবাটিতে, আর কোপাই পাড়ে জমি মাফিয়াদের দৌরাত্ব তো রোজনামচায় পরিণত হয়েছে। জমি মাফিয়াদের বেপরোয়াপনা কতটা বেড়েছে তার জ্বলন্ত উদাহরন হয়ে উঠল শুক্রবার বোলপুরের ভূমি দপ্তরের ঘটনা।
বোলপুরের কালীমোহনপল্লীতে রয়েছে ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। এদিন বিকেলে দুই দুষ্কৃতি হাতে পিস্তল নিয়ে দপ্তরে চড়াও হয় বলে অভিযোগ। দপ্তরের কর্মীরা জানান, সটান ব্লক ভূমি আধিকারিক সঞ্জয় রায়ের কক্ষে ঢুকে যায় দুই দুষ্কৃতি। আধিকারিককে মাথায় পিস্তল ঠেকিয়ে ৩ দিনের মধ্যে একটি জমির রেকর্ড করে দেওয়ার হুমকি দেয় দুষ্কৃতিরা৷ রেকর্ড না হলে, প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে বেরিয়ে যায় দুষ্কৃতিরা৷দপ্তরের কর্মী প্রত্যক্ষদর্শী সরস্বতী দে বলেন, "দুজন এসেছিল। স্যারের মাথায় পিস্তল ঠেকিয়ে ৩ দিনের মধ্যে জমি রেকর্ড করে দিতে বলছিল। না দিলে ঝাঁঝরা করে দেব বলে হুমকি দেয়৷ এই ঘটনা আগে ঘটেনি, আমরা খুবই আতঙ্কিত।"এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়ায় ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের। খবর পেয়ে বোলপুর থানার পুলিশ আসে ঘটনাস্থলে। পুলিশ আধিকারিকদের বয়ান নিয়ে তদন্ত শুরু করেছে৷ বোলপুরে ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সঞ্জয় রায় বলেন, "একটা অপ্রিয়কর ঘটনা ঘটেছে। এই মুহুর্তে বিস্তারিত কিছু বলতে চাইছিনা। পুলিশকে খবর দেওয়ায় পুলিশ এসেছে৷"