গরু পাচার কান্ডে সোমবার নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ অনুব্রতকে
-
গণশক্তির প্রতিবেদন
- Aug 05, 2022 20:15 [IST]
- Last Update: Aug 05, 2022 20:15 [IST]
গরুপাচার-কাণ্ডে আবারও তলব করা হল তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। সোমবার নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাকে। এদিকে শুক্রবারই অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেইনকে ১৪ দিনের জেল হেপাজত দিয়েছে সিবিআইয়ের বিশেষ আদালত। এধিন সিবিআই বিচারপতি রাজেশ চক্রবর্তীর কাছে আবেদন করে যে গরু পাচার কান্ডে আরও তথ্য জানতে সায়গল হোসেইনকে হেপাজতে রাখা দরকার। সেই অনুযায়ী পরবর্তী শুনানী হবে ১৮ আগষ্ট। আবার সোমবার অনুব্রত মণ্ডলকে হাজিরা দিতে হবে নিজাম প্যালেসে।
অনুব্রতর তিন ঘনিষ্ঠ টুলু, আব্দুল করিম, জিয়াউল শেখের বাড়িতে তল্লাশি চালিয়েছেন তদন্তকারীরা। উদ্ধার হয়েছে গুরুত্বপূর্ণ নথি ও হিসাবপত্র। তা নিয়েই জেরা করা হবে অনুব্রতকে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, গরু পাচার চক্রের অন্যতম চক্রী এনামুল হক তাঁদের কাছে কোন পথে গরু পাচার হত তার একটি নক্সা দিয়েছে। সুত্রের খবরপাচার হওয়া গরুগুলোকে নিয়ে যাওয়া হত মালদা-মুর্শিদাবাদের হাটে। এর পিছনে বিএসএফের একটা বিশাল অংশও জড়িত। ইতিমধ্যেই সেই অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমার।