সেমিফাইনালে ভারতের সামনে ইংল্যান্ড
-
-
- Aug 06, 2022 11:15 [IST]
- Last Update: Aug 06, 2022 11:15 [IST]
রবিবার কমনওয়েলথ গেমসে সেমিফাইনালে ভারতের সামনে ইংল্যান্ড। জিতলেই ফাইনাল। হারলেও পদক জয়ের সুযোগ থাকবে ভারতীয় মহিলা দলের সামনে। শুরু থেকেই স্মৃতি মান্ধানা ও হরমনপ্রীত কউররা বলে আসছেন, সোনা জিততেই এখানে এসেছেন। সোনা জিততে হলে, বাকি দু’ম্যাচ ভারতীয় দলকে জিততে হবে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো বড় দলদের হারিয়ে জিততে হবে।
এই প্রতিযোগিতায় এখনও অবধি ভারতের পারফরম্যান্স ভালোই। অস্ট্রেলিয়ার কাছে হারলেও কার্যত জেতা ম্যাচ ছিল ভারতের। তবে পরের দু’ম্যাচে নিজেদের শুধরে নিয়েছে। এবং জয় পেয়েছিল। স্মৃতি, শেফালিরা ফর্মে রয়েছেন। ইংল্যান্ডের বোলিং লাইন আপের বিরুদ্ধে শুরুটা ভালো করতে ভারতের ভরসা এঁরাই। তেমনই ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপে ভাঙন ধরানোর জন্য তৈরি রয়েছেন রেণুকা সিং।