ন্যাশনাল হেরাল্ড মামলায় দিল্লির একাধিক স্থানে হানা ইডি’র
-
-
- Aug 02, 2022 15:41 [IST]
- Last Update: Aug 02, 2022 15:36 [IST]
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) মঙ্গলবার দিল্লির বাহাদুরশাহ জাফর মার্গের হেরাল্ড হাউস সহ ন্যাশনাল হেরাল্ড মামলায় অর্থ কেলেঙ্কারি তদন্তের জন্য প্রায় ১০টি স্থানে তল্লাশি অভিযান শুরু করেছে। হেরাল্ড হাউস হল ওই সংবাদপত্রের নথিভুক্ত করা অফিসের এবং এর প্রকাশক অ্যাসোসিয়েট জার্নালস লিমিটেডের ঠিকানা।
ইডি এই মামলার বিষয়ে তিন দিন ধরে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীকে জেরা করার কয়েকদিন পরেই এই আজ ফের এই অভিযান।
এই মামলায় কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে এবং পবন বনসালকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
মামলাটি, ২০১৩ সালে একটি আদালতে বিজেপি সাংসদ সুব্রমনিয়ম স্বামীর করা একটি ব্যক্তিগত অভিযোগের উপর ভিত্তি করে করা। স্বামীর অভিযোগ ছিল, গান্ধী পরিবারের পক্ষ থেকে সংবাদপত্রটি অধিগ্রহণের সময় প্রতারণা এবং তহবিলের অপব্যবহার করা হয়। ১৯ ডিসেম্বর, ২০১৫-এ ট্রায়াল কোর্ট এই মামলায় সোনিয়া এবং রাহুলকে জামিন দেয়।