প্রিমিয়ার লিগে আজ নামছে লিভারপুল, চেলসিরা
-
-
- Aug 06, 2022 13:11 [IST]
- Last Update: Aug 06, 2022 13:11 [IST]
২০২২-২৩ মরশুমের ইংলিশ প্রিমিয়ার
লিগ শুরু হয়ে যাচ্ছে আর্সেনাল-ক্রিস্টাল প্যালেস ম্যাচ দিয়ে। ইপিএলের ম্যাচগুলি
যেহেতু সপ্তাহের শেষ দুই দিন ধার্য করা থাকে। তাই বাকি ম্যাচগুলি শনিবার ও রবিবার।
শনিবার নামছে তিন বড় দল। গত ইপিএল রানার্স লিভারপুল। এছাড়াও লন্ডনের দুই ক্লাব
চেলসি ও টটেনহ্যাম হটস্পার্স। দুই ম্যাঞ্চেস্টারের ম্যাচ রবিবার।
লিভারপুলের লিগ অভিযান শুরু করবে
ফুলহ্যামের বিরুদ্ধে। একবছর পর ইপিএলে উত্তীর্ণ হয়েছে লিভারপুল। অলরেডসরা নতুন
মরশুম শুরু করেছে ট্রফি জিতেই। কমিউনিটি শিল্ডে গত ইপিএলের চ্যাম্পিয়ন
ম্যাঞ্চেস্টার সিটিকে ৩-১ হারিয়ে মরশুম শুরু হয়েছে। ফলত, বাড়তি
আত্মবিশ্বাস নিয়ে ইপিএলে নামবে জুর্গেন ক্লপের দল। এবারের লিভারপুল দলে নতুন
সংযোজন ডারউইন নুনেজ। যা ক্লপের দলের শক্তি বাড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, সাদিও মানের
অভাব তিনি পূরণ করতে পারবেন বলে। মানে যোগ দিয়েছেন বায়ার্ন মিউনিখে। বাদবাকি দলটা
একই আছে লিভারপুলের। প্রত্যেকে ছন্দে রয়েছে। তার প্রমাণ পাওয়া গিয়েছে সিটি
ম্যাচেই। ফুলহ্যামের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে পূর্ণশক্তির দল নামাবে ক্লপ। লন্ডনের
এই ক্লাবের বিরুদ্ধে লিভারপুলের রেকর্ডও ভালো। সেটাই আর একটু উজ্জ্বল করতে মরিয়া
মহম্মদ সালাহ’রা। তবে দু’বছর আগে ইপিএলে ফুলহ্যামকে দু’বারের দেখায়
একবারও হারাতে পারেনি লিভারপুল।
চেলসির প্রথম ম্যাচ এভার্টনের
সঙ্গে। অ্যাওয়ে ম্যাচ চেলসির। এই ম্যাচে দু’দলের ১১ জন ফুটবলারদের মধ্যে লড়াই সীমাবদ্ধ থাকবে না।
সাইডলাইনে আরেক দ্বৈরথ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড-টমাস টুচেল। ২০২০-২১ মরশুমের মাঝপথে
ল্যাম্পার্ড চেলসির দায়িত্ব ছাড়ার পর দ্য ব্লুজদের কোচ হন টুচেল। তেমনই খারাপ সময়ে
দায়িত্ব নিয়ে এভার্টনকে অবনমনের হাত থেকে বাঁচিয়েছেন ল্যাম্পার্ড। দু’দলই নতুন
উদ্যেমে শুরু করবে। পাখির চোখ তিন পয়েন্ট। রুডিগার, ক্রিস্টেনসেনরা চেলসি ছেড়েছেন।
দুই ডিফেন্ডার চেলসি ছাড়লেও যোগ দিয়েছেন কালিদৌ কৌলিবালি, রহিম
স্টার্লিংরা। শনিবার চেলসি সই করিয়েছে লেফট ব্যাক মার্ক কুকারেলাকে। তেমনি
রিচার্লিসন ছেড়েছেন এভার্টন।
নতুন মরশুমে শক্তিশালী দল গড়েছে
টটেনহ্যাম। ছ’টি সই করিয়েছে তারা। আন্তেনিও কন্তের প্রশিক্ষণে ট্রফি জেতার লক্ষ্য
নিয়ে সবুজ গালিচায় নামবে স্পার্স। ঘরের মাঠে প্রতিপক্ষ সাউদাম্পটন।
ফুলহ্যাম: লিভারপুল (বিকেল ৫.০০)
এভার্টন: চেলসি ( রাত ১০.০০)
টটেনহ্যাম: সাউদাম্পটন (রাত
৭.৩০)