পারিবারিক অশান্তির জেরে শিশু কন্যাকে নিয়ে আত্মঘাতী গৃহবধূ
-
গণশক্তির প্রতিবেদন
- Aug 02, 2022 16:24 [IST]
- Last Update: Aug 02, 2022 16:24 [IST]
দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত মহেশতলা পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের রায়পুর, মণ্ডলপাড়ায় পারিবারিক অশান্তির জেরে দুই শিশু কন্যা সন্তানকে সঙ্গে নিয়ে অগ্নিদগ্ধ হয় ২৪ বছর বয়সি ডালিয়া মুফতী নামে এক গৃহবধূ। বড় মেয়ের বয়স পাঁচ বছর আর ছোট মেয়ের বয়স দেড় বছর। অগ্নিসংযোগের ঠিক পরেই বড় মেয়ে ঘরের বাইরে বেরিয়ে আসতে পারলেও দেড় বছরের শিশুসহ মা ঘরের ভিতরেই অগ্নিদগ্ধ হয়। বড় মেয়ে বাইরে বেরিয়ে এসে তার ঠাকুমাকে বিষয়টি জানালে, ঠাকুমা বাড়ির সবাইকে বিষয়টি জানান। অগ্নিদগ্ধ দুইজনকেই এমআর বাঙ্গুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা দুইজনকেই মৃত বলে ঘোষণা করেন। পরিবার সূত্রে জানা গেছে, বছর সাতেক আগে বজবজ বিড়লাপুরের বাসিন্দা ডালিয়ার সঙ্গে দেখাশোনা করেই বিয়ে হয় ২৬ বছর বয়সি রহমান মুফতি নামে ওই যুবকের। অভিযোগ বিয়ের বছর দুয়েক পর থেকে প্রায়ই মদ্যপ অবস্থায় স্ত্রী ডালিয়ার উপর অত্যাচার করতো রহমান মুফতী। তার জেরেই তিতিবিরক্ত হয়ে এই পদক্ষেপ নিয়েছে ওই গৃহবধূ বলে দাবি পরিজনদের। গৃহবধুর মা বলেন, মঙ্গলবার সকালে মেয়ে ডালিয়া ফোন করে। স্বামীর মদ খাওয়ার প্রসঙ্গে অভিযোগ করার পাশাপাশি মেয়ের কাছে জমানো টাকাও কেড়ে নিয়ে গিয়ে নেশা করত বলে জানায়। সে বাপের বাড়ি চলে আসতে চায় বলে জানায়। এই ঘটনায় মহেশতলা থানার পুলিশ ডালিয়ার স্বামী রহমান মুফতীকে আটক করেছে।