ফের ২০ হাজারের বেশি দেশের দৈনিক সংক্রমণ
-
গণশক্তির প্রতিবেদন
- Jul 29, 2022 14:51 [IST]
- Last Update: Jul 29, 2022 14:51 [IST]
কিছুতেই লাগাম টানা যাচ্ছে না সংক্রমণের ঊর্ধ্বমুখী গ্রাফ। দিন দু’য়েক করোনা সংক্রমণ কিছুটা কম ছিল। দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৫ হাজারের নিচে। বৃহস্পতিবার সেই সংখ্যাটি পৌঁছে যায় ২০ হাজারে। শুক্রবারও ফের দেশের দৈনিক করোনা সংক্রমণ ২০ হাজারের গণ্ডি টপকালো। সেই সঙ্গে বেড়েছে মৃতের সংখ্যাও। এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ২০ হাজার ৪০৯ জন। একদিনে মৃত্যু হয়েছে ৪৭ জনের। শনিবার এই সংখ্যাটি ছিল ৪৪ জন। কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, সারাদেশে করোনা সংক্রমণে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৬ হাজার ২৫৮ জন। দেশে সক্রিয় কেসের হার ০.৩৩ শতাংশ। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৪৩ হাজার ৯৮৮ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন জানাচ্ছে, সারাদেশে এখনো পর্যন্ত ৪ কোটি ৩৯ লক্ষ ৭৯ হাজার ৭৩০ জন করোনায় সংক্রামিত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২২ হাজার ৬৯৭ জন। এখনো প্রর্যন্ত সারাদেশে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ৩৩ লক্ষ ৯ হাজার ৪৮৪ জন। সুস্থতার হার ৯৮. ৪৮ শতাংশ। এই মুহূর্তে দেশে দৈনিক পজিটিভিট রেট ৫.১২ শতাংশ। সাপ্তাহিক পজিটিভিটি রেট ৪.৮২ শতাংশ।
এদিন সকালে পাওয়া ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দুনিয়াজুড়ে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৮ লক্ষ ২১ হাজার ৫১৩ জন। মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫৭ কোটি ৯৮ লাখ ৫৯ হাজার ৪৯৬ জন। করোনা সংক্রমণে একদিনে সারাবিশ্বে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৭৯১ জন। সারাবিশ্বে মোট সুস্থ হয়ে উঠেছেন ৫৪ কোটি ৯৭ লক্ষ ৫৬ হাজার ২৯২ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩৩ লক্ষ ৯ হাজার ৯ জন। পরিসংখ্যান বলছে করোনা সংক্রমণের কারণে সারাবিশ্বে সামগ্রিক মৃতের সংখ্যা ৬৪ লক্ষ ১৪ হাজার ৯৭৬ জন। বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ কোটি ৩৬ লক্ষ ৮৮ হাজার ২২৮ জন। তাদের মধ্যে গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন ৪৭ হাজার ২০২ জন।
আমেরিকায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ২৬৩ জন। একদিনে মৃত্যু হয়েছে ২৫৯ জনের। সেদেশে এখনো পর্যন্ত করোনা আক্রন্ত হয়েছেন ৯ কোটি ২৯ লক্ষ ১৭ হাজার ৬৫৮ জন। সেদেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১০ লক্ষ ৫৪ হাজার ৪২২ জন।
গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৩০৭ জন। একদিনে মৃত্যু হয়েছে ২৭৬ জনের। সেদেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩৭ লক্ষ ৫২ হাজার ৩৭৬ জন। মৃত্যু হয়েছে ৬ লক্ষ ৭৮ হাজার ১৪৭ জনের। দৈনিক মৃতের তালিকায় শীর্ষে ব্রাজিল।
রিপোর্ট বলছে, গত ২৪ ঘন্টায় জাপানে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৭ হাজার ২৩৬ জন। একদিনে প্রাণ হারিয়েছেন ১২২ জন।