কোভিড আক্রান্ত কর্ণাটকের মুখ্যমন্ত্রী
-
গণশক্তির প্রতিবেদন
- Aug 06, 2022 13:40 [IST]
- Last Update: Aug 06, 2022 13:40 [IST]
কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই কোভিড আক্রান্ত। তার উপসর্গগুলি হালকা এবং তিনি বর্তমানে বাড়িতে নিজেকে বিচ্ছিন্ন রেখেছেন। টুইটার নিয়ে বোম্মাই বলেছেন, “আমি কোভিড আক্রান্ত এবং হালকা উপসর্গ রয়েছে এবং বাড়িতে নিজেকে বিচ্ছিন্ন করেছি। গত কয়েকদিনে যারা আমার সংস্পর্শে এসেছেন, তারা দয়া করে নিজেকে বিচ্ছিন্ন করুন এবং নিজেকে পরীক্ষা করুন। আমার দিল্লি সফর বাতিল হয়েছে।"