বাংলার নয়া কোচ লক্ষ্মীরতন শুক্লা
-
-
- Jul 27, 2022 11:45 [IST]
- Last Update: Jul 27, 2022 11:45 [IST]
আসন্ন মরশুমে বাংলার প্রধান কোচের দায়িত্ব ভারত তথা বাংলার প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা। রঞ্জির পরই কোচের দায়িত্বে ছেড়েছিলেন অরুণ লাল। তাঁর জায়গায় কোচ হয়ে এলেন অলরাউন্ডার শুক্লা। নতুন দায়িত্বে তিনি। বাংলার অধিনায়ক হিসেবে সফল বলা যায় শুক্লাকে। তাঁর অধিনায়কত্বে বাংলা বিজয় হাজারে জিতেছিল। এবার কোচ হিসেবে বাংলাকে ট্রফি জেতানোর চ্যালেঞ্জ লক্ষ্মীর সামনে। সেই বিজয় হাজারে জয়ী দলের কোচ ছিলেন ডব্লিউ ভি রামন। তাঁকে এবার নিয়ে আসা হয়েছে ব্যাটিং পরামর্শদাতা হিসেবে। লক্ষ্মীর সহকারী হিসেবে থেকে গেলেন সৌরাশিস লাহিড়ী।
মঙ্গলবার সন্ধ্যেয় সিএবি’তে আনুষ্ঠানিক সাংবাদিক সম্মেলন করে বাংলার কোচ হিসেবে লক্ষ্মীরতনের নাম ঘোষণা করা হয়েছে। উপস্থিত ছিলেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া, সৌরাশিস ও নয়া কোচ। বাংলার দায়িত্ব নিয়ে নিজের সেরাটা দিতে প্রস্তুত। দায়িত্ব পেয়ে স্বভাবতই খুশি তিনি। সর্বদাই হাসি খুশি তিনি। হাসি মুখেই বললেন, ‘নতুন চ্যালেঞ্জ নিতে সবসময় পছন্দ করি। অতীতে বাংলার প্রত্যেক কোচই খুব ভালো কাজ করেছে। ট্রফির জয়ের খুব কাছাকাছি পৌঁছে জিততে পারেনি। আমরা আবার সেই পথেই পাড়ি দেব। নতুন মরশুমে শীর্ষ ছোঁয়ার লক্ষ্যে।’ আরও বলেছেন, ‘আমার প্রধান লক্ষ্যে সব ক্রিকেটারই যেন প্রয়োজনের নিরিখে সবকিছু করতে প্রস্তুত থাকে। আমি চাই, সবাই নিজের উপর বিশ্বাস রাখুক। খেলার সময়ে সৌরভ গাঙ্গুলির থেকে অনেক কিছু শিখেছি। সে বলত, সহজ থাকো। আমি সেটাই ফলো করে এগতে চাই।’