বলতে দেওয়া হচ্ছে না সংসদে, ওয়াক আউট ডিএমকে সাংসদদের
-
-
- Aug 06, 2022 15:16 [IST]
- Last Update: Aug 06, 2022 15:16 [IST]
শুক্রবার লোকসভা থেকে ওয়াক আউট
করলেন ডিএমকে সাংসদরা। সংসদে তাদের কোনও বিষয় উত্থাপন করতে দেওয়া হচ্ছে না বলে
অভিযোগ করেছেন তাঁরা। এদিন লোকসভার অধিবেশন শুরু হতেই ডিএমকে সাংসদরা উঠে দাঁড়িয়ে
এই বিষয়ে এই বিষয়ে অভিযোগ জানাতে থাকেন। তাঁরা বলেন, যে বিষয়গুলি আমরা বলতে চাইছি, তা উত্থাপন
করতে দেওয়া হয় না। সেই সময়ে অধ্যক্ষের আসনে থাকা কিরিট প্রেমজীভাই সোলাঙ্কি ডিএমকে
সাংসদদের বক্তব্যে গুরুত্ব না দিয়ে মন্ত্রী কিরেন রিজেজুকে একটি বিল পেশ করতে
বলেন। প্রতিবাদে ডিএমকে সাংসদরা ওয়াক আউট করেন।