১৪ দিনের জেল হেপাজতে পার্থ-অর্পিতা
-
গণশক্তির প্রতিবেদন
- Aug 05, 2022 20:12 [IST]
- Last Update: Aug 05, 2022 20:12 [IST]
১৪ দিনের জেল হেপাজত পার্থ ও অর্পিতার। শুক্রবার এই নির্দেশ দেয় ব্যঙ্কশাল কোর্ট। পরবর্তী শুনানীর দিন ১৮ আগস্ট। এদিন আদালতে জামিনের আবেদন করে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। সেই আবেদন খারিজ করে দেয় আদালত। পার্থ চট্টোপাধ্যায়কে প্রেসিডেন্সি সংশোধনাগারে। অপরদিকে অর্পিতাকে রাখা হবে আলিপুর মহিলা সংশোধনাগারে। যদিও এদিন আদালতে জামিনের আবেদন করেনি অর্পিতার আইনজীবী। অর্পিতার প্রসঙ্গে আদালতকে ইডি জানায় যে অর্পিতার প্রান সংশয় রয়েছে। আদালতও আলিপুর সংশোধনাগারে অর্পিতার নিরাপত্তা সুনিশ্চিত করার কথা বলেছে।
তদন্তের স্বার্থে পার্থ অর্পিতাকে জেলে গিয়ে জেরা করতে পারবে ইডি। পার্থ চট্টোপাধ্যায়কে জেল হেপাজত দেওয়ার পরেই তৃণমূলের তরফে কড়া প্রতিক্রিয়া দিয়েছে কুনাল ঘোষ। তিনি অভিযোগ করেন এক সময় পার্থ চট্টোপাধ্যায়ই তার বিরুদ্ধে চক্রান্ত করেছিল। ফলে জেলে যেতে হয়েছিল কুনাল ঘোষকে।