মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে নেই, মানছে রিজার্ভ ব্যাঙ্ক
-
-
- Aug 06, 2022 13:58 [IST]
- Last Update: Aug 06, 2022 13:58 [IST]
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন
মূল্যবৃদ্ধিকে বিশেষ গুরুত্ব দিতে না চাইলেও এতে বারে বারে গুরুত্ব দিয়েছে রিজার্ভ
ব্যাঙ্ক। শুক্রবার রিজার্ভ ব্যাঙ্কের আর্থিক নীতি কমিটি দ্বিমাসিক বৈঠকে সুদের হার
বাড়াতে রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ৫০পয়েন্ট বাড়িয়ে রেপো রেট হয়ে হয়েছে
৫.৪০ শতাংশ। গত মে মাস থেকে থেকে এনিয়ে তৃতীয় দফায় বাড়লো রেপো রেট। তিন দফায় ১৪০
পয়েন্ট রেপো রেট বাড়ানো হলো। ছয় সদস্যের কমিটি সর্বসম্মতি ক্রমে মূল্যবৃদ্ধি রোধে
রেপো রেট বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছে বলেই জানান রিজার্ভ ব্যাঙ্ক গভর্নর
শক্তিকান্ত দাস। তিনি রেপো রেট বৃদ্ধির হার ঘোষণা করে জানান দেশে এখনও
মূল্যবৃদ্ধির হার বেশ চড়া। তা রিজার্ভ ব্যাঙ্কের সহনীয় সীমা ৪ শতাংশের অনেক উপর
দিয়ে যাচ্ছে। বর্তমানে তা ৭.১ শতাংশে পৌছেছে। মূল্যবৃদ্ধি এখনও নিয়ন্ত্রণ করা
যায়নি। তার যে ঊর্ধ্বমুখী গতি দেখা গেছে তাতে আজও রাশ টানা যায়নি বলেই কার্যত
স্বীকার করেন দাস।
এদিকে দেশে মহামারী বিপর্যয়ের
আগে যে রেপো রেট ছিল তার থেকে হার ২৫ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। ফলে স্পষ্টতই
মূল্যবৃদ্ধির হার আজও মহামারীর আগের হারে নামিয়ে আনা যায়নি। কমিটি জানিয়েছে, দেশে
মূল্যবৃদ্ধির চাপ রয়ে গেছে। তা চলতি বছরে সহনশীলতার হারের উপরেই থাকবে বলে মনে করা
হচ্ছে। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, বিশ্বে আমদানি পণ্যের দামের ওঠাপড়া চলায় মূল্যবৃদ্ধি হার
বেড়ে থাকার সম্ভাবনা বেশি। খাদ্যপণ্য জ্বালানির দামও ঊর্ধ্বমুখী থাকায়
মূল্যবৃদ্ধির হার বেড়েই রয়েছে। এদিকে রেপো রেট বৃদ্ধিতে সুদের হার বেড়ে যাওয়ায় হার
বেড়ে গৃহ ঋণ, গাড়ি ঋণের মতো ছোট ঋণের সুদের হার বাড়ছে।
এদিকে মহামারীর আগে মন্দার বাজারে রিজার্ভ ব্যাঙ্ক সুলভে ঋণ বিলিতে বারে বারে
সুদের হার কমাতে রেপো রেট কমিয়েছে। এবারে
মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ঠিক উলটো পথে রেপো রেট বাড়িয়ে সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত
নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। এপ্রসঙ্গে গভর্নর দাস বলেন, দেশে
মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সুদের হার বাড়ানো দরকার। এছাড়াও সুদের হার বাড়লে ব্যাঙ্কে অর্থ জমার হার বাড়বে।
তিনি বলেন, ব্যাঙ্ককে ঋণ জোগানের কাজ চালাতে হলে তাদের অর্থ জমার
হার বাড়াতে হবে।এতে ব্যাঙ্কগুলিকে স্বাধীন ভাবে ঋণের জন্য অর্থ জোগানের ব্যবস্থা
করতে হবে। ঋণের অর্থ জোগানে ব্যাঙ্কগুলিকে রিজার্ভ ব্যাঙ্কের উপর নির্ভর করা উচিত নয়। রেপোরেট বাড়ানোর ফলে
ইতোমধ্যে ব্যাঙ্কে অর্থ জমার হার বাড়ছে। তিনি বলেন,জুলাই
১৫ অবধি ব্যাঙ্কে ঋণ বিলির হার বৃদ্ধি পেয়েছে ১২.৮৯শতাংশ। অন্য দিকে জমার হার বৃদ্ধি পেয়েছে ৮.৩৫ শতাংশ।