সারদা নথি চুরি মামলার পরবর্তী শুনানি বুধবার
-
গণশক্তির প্রতিবেদন
- Aug 06, 2022 14:57 [IST]
- Last Update: Aug 06, 2022 14:57 [IST]
সারদা চিটফান্ড নথি চুরি মামলায়
কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিল রাজ্য সরকার। এই নথি চুরির মামলার তদন্ত রাজ্য
পুলিশকে দিয়েই করাতে চায় সরকার। এদিকে সারদার নথি চুরির ঘটনায় কাঁথি থানায় যে
এফআইআর দায়ের হয়েছে তার তদন্তও শুরু করে দিয়েছে রাজ্য পুলিশ। বৃহস্পতিবার সরকারের
পক্ষ থেকে আদালতকে জানানো হয়েছে এই মামলার তদন্ত সিআইডি করবে। রাজ্য সরকারের এই
বক্তব্যের বিরোধিতা করে বৃহস্পতিবার একটি জনস্বার্থের মামলা দায়ের হয়েছে। আইনজীবী
অনিন্দ্য সুন্দর দাস এই জনস্বার্থের মামলা দায়ের করে বলেছেন, সারদা মামলা
অতি গুরুত্বপূর্ণ একটি মামলা। এই মামলার তদন্ত করছে সিবিআই। হঠাৎ করে সিবিআই
তদন্তের মাঝে কীভাবে রাজ্য পুলিশ এই মামলায় তদন্ত করবে। দেশের শীর্ষ আদালতের
নির্দেশে সারদা মামলার তদন্ত চলছে। এই অবস্থায় এই মামলার তদন্ত অন্য কোনো
তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়া যায় না। এদিন কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি
প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিসন বেঞ্চ মামলাটি পুনরায়
আগামী বুধবার শুনানির জন্য রেখেছে।