জাতীয় স্তরে কিক বক্সিং খেলতে যাচ্ছে ঝাড়গ্রামের শ্রদ্ধা
-
গণশক্তির প্রতিবেদন
- May 28, 2022 21:47 [IST]
- Last Update: May 28, 2022 21:47 [IST]
ঝাড়গ্রাম জেলার শিলদা অঞ্চলের মেয়ে শ্রদ্ধা কর্মকার। বিভিন্ন প্রতিকূলতাকে উপেক্ষা করে আজ সে চলেছে জাতীয় স্তরে কিক বক্সিং খেলতে। ১০ বছর বয়সি শ্রদ্ধা ২০১৯ সাল থেকে কিক বক্সিং শিখছেন। শ্রদ্ধার বাবা সুরজিৎ কর্মকার জানিয়েছেন যে, ‘ছোট বেলায় ওকে ক্যারাটেতে ভর্তি করি। তারপর সেখান থেকে কিক বক্সিং শিখতে শুরু করে।’
যেই সমাজে গ্রামগঞ্জে আজও মেয়েরা বাল্যবিবাহের কবলে পড়ে নিজেদের শৈশব জলাঞ্জলি দিতে বাধ্য হয়, মেয়েদের পায়ে এখনও "লোকে কী বলবে"র বেড়ী পরিয়ে ঘরবন্দি করে দেওয়া হয় ---- সেই সমাজেই সমস্ত প্রতিকূলতাকে জয় করে গ্রাম বাংলার মেয়ে শ্রদ্ধা আজ অল ইন্ডিয়া স্তরে খেলতে যাচ্ছে।
দূর্গাপুরে অনুষ্ঠিত হয় কিক বক্সিংয়ের রাজ্য স্তরের প্রতিযোগীতা। সেখানে ঝাড়গ্রামের ২২ জনের দলের অন্যতম সদস্য ছিল শ্রদ্ধা কর্মকার। ১০ বছর বয়সি শ্রদ্ধা রাজ্য স্তরে রুপ পায় এই প্রতিযোগীতায়। মেয়ে জাতীয় স্তরে খেলার সুযোগ পাওয়ায় বাবা যেমন খুশি হয়েছেন, তেমন ভাবে চিন্তাও তাকে গ্রাস করেছে। আর সেই চিন্তাটা হচ্ছে আর্থিক চিন্তা। শিলদায় ছোট কসমিটিক্সের দোকান সুরজিৎ বাবুর। তিনি বলেন, ‘মেয়ে জাতীয় স্তরে খেলতে যাচ্ছে তাতে আনন্দ হচ্ছে কিন্তু। কলকাতায় গিয়ে চার পাঁচদিন থাকার খরচ নিয়ে চিন্তায় আছি।’ প্রসঙ্গত কিক বক্সিংয়ের জাতীয় চ্যাম্পিয়ানশিপ অনুষ্ঠিত হতে চলেছে কলকাতায় আগামী ২১ জুন থেকে চলবে ২৫ জুন পর্যন্ত।
মুখ্যমন্ত্রী বার বার বলেন জঙ্গল মহল হাসছে। আর সেই এলাকার একজন মেয়ে যখন রাজ্যকে জাতীয় স্তরে প্রতিনিধিত্ব করতে চলেছে তখন তার দিকে কোনো সাহায্য বাড়িয়ে দেয়নি রাজ্য সরকার। শ্রদ্ধার পরিবারের পক্ষ থেকে জানান হয়েছে যে এখনও পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কোনও সাহায্য তাদের করা হয়নি।
তবে শাসক দল শ্রদ্ধার দিকে সাহায্যের হাত বাড়িয়ে না দিলেও এসএফআই শিলদা লোকাল কমিটির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়ার মাধ্যমে অভিনন্দন জানানো হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকাল কমিটির সম্পাদক যতীন দেশোয়ালী সহ অন্যান্যরা।