উপ রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী ধনখড়
-
গণশক্তির প্রতিবেদন
- Aug 06, 2022 21:34 [IST]
- Last Update: Aug 06, 2022 21:34 [IST]
মার্গারেট আলভাকে হারিয়ে উপ রাষ্ট্রপতি হলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়। শনিবার উপ রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ হয়। রাজ্য সভা এবং লোকসভার সাংসদরা এই নির্বাচনে ভোট দেন। এনডিএ শিবিরের প্রার্থী ছিলেন ধনখড়। বিরোধী শিবিরের প্রার্থী ছিলেন প্রাক্তন মন্ত্রী মার্গারেট আলভা।
প্রসঙ্গত রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থী যশবন্ত সিনহাকে সমর্থন করলে উপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান থেকে বিরত ছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। সমর্থনের জন্য মার্গারেট আলভা মমতা ব্যানার্জির সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করলে মুখ্যমন্ত্রী পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।