ইতিহাসভিত্তিক সংস্কৃতি অদৃশ্য কেন ভারতে?
ইতিহাসের দর্শন সন্ধানী রচনার পুরোধা পুরুষ কলিংউড একবার বলেছিলেন, সব ইতিহাসই সমকালীন। এখানে তিনি তত্ত্বগতভাবে অতীতচর্চায় বর্তমানের ভূমিকার কথা বলতে চেয়েছিলেন। ঐতিহাসিক তো ঘটনার সময় উপস্থিত থাকেন না, নানা তথ্য প্রমাণের প্রেক্ষিতে তার পুনর্নির্মাণ করেন। ঘটনাটা অতীতে ঘটলেও পুনর্নির্মাণের কাজটা সর্বদা হয় বর্তমানেই। এটাকে ইতিহাস চেতনার একটা মূল তাত্ত্বিক প্রকরণ হিসাবে চিহ্নিত করা যায়।