মাজদিয়া রাজ্য সড়কে মঙ্গলবার দুপুরে মর্মান্তিক দুর্ঘটনায় তিনজনের প্রাণ কেড়ে নিল। ভীমপুর থানার মাঠ এলাকায় বাসের সঙ্গে মোটর ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয় । বাকি একজনকে আশঙ্কা জনক অবস্থায় শক্তিনগর হসপিটালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসার সুযোগ পাওয়ার আগে তিনিও মারা যান। জানা যায় মাঝদিয়া থেকে কৃষ্ণনগরগামী একটি বাস আসছিলো। কুলগাছি মাঠের অপর দিক থেকে একটি মোটর ভ্যান আসছিলো। যথেষ্ট চওড়া রাস্তা থাকা সত্ত্বেও কিভাবে তাদের মুখোমুখি সংঘর্ষ হলো তা জানা যায়নি।এই ঘটনা ঘটার পর ভীমপুর থানা পুলিশ ঘটনাস্থলে আসে এবং মৃতদেহ হাসপাতালে পাঠায় I বেশ কিছুক্ষণের জন্য পথ অবরুদ্ধ হয়ে পড়ে পথ চলতি মানুষদের ভিড়ে। পুলিশ সূত্রে জানা গেছে ইঞ্জিন ভ্যানের যাত্রী মাজদিয়া বার্ণপুর এলাকার বাসিন্দা গোপাল দাস, অরিকুল মন্ডল ও কিসমত মন্ডল এই দুর্ঘটনায় প্রাণ হারান।
Majdia Accident
যাত্রীবাহীবাস ও ইঞ্জিনভ্যানের সংঘর্ষে মৃত তিন
×
Comments :0