চিন্ময় কর- খরখপুর
আগামী ২৫ মে লোকসভা নির্বাচন ষষ্ঠ দফায় নির্বাচন হবে পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, কাঁথি, তমলুক,ঘাটাল, ঝাড়গ্রাম, বিষ্ণুপুর। আর তার দিনকয়েক আগে অর্থাৎ রবিবার রাতে খরগপুরে উদ্ধার লক্ষ লক্ষ টাকা। এর আগে মালদা, জলপাইগুড়ি কলকাতা , হুগলি সহ নানা জায়গা থেকে বিপুল টাকা উদ্ধারের ঘটনা প্রকাশ্যে এসেছে। একাধিক তৃণমূল বিজেপি নেতার কাছ থেকে লক্ষাধিক টাকা উদ্ধারের ঘটনা দেখেছে রাজ্যের মানুষ। এবার খরগপুরে, প্রধানমন্ত্রীর সভার পরেই উদ্ধার ৩৫ লক্ষ টাকা।
পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরে এক লজ থেকে বিজেপি দলের জেলা সভাপতি সহ একাধিক নেতাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকার বান্ডিল উদ্ধার হওয়া ঘটনায় জেলা জুড়ে শোরগোল। রবিবার বিকাল চারটায় খড়্গপুর শহরে দলীয় প্রার্থীর সমর্থণে প্রধানমন্ত্রী নির্বাচনী সমাবেশ করে ফিরে যাওয়ার ৫/৬ ঘন্টার মধ্যে জেলা পুলিশ প্রসাশনের তরফে একটি লজে অভিযান চালায়।
পুলিশ প্রসাশন সূত্রে জানা যায় তল্লাশি অভিযানে ৩৫ লক্ষ টাকা উদ্ধার হয়। লজে ছিলেন বিজেপির জেলা সভাপতি ও তাঁর এক সঙ্গী। লজের যে রুমটি থেকে টাকা উদ্ধার হয় তার পাশের রুমে ছিলেন বিজেপি দলের জেলা সভাপতি। অভিযোগ লজটির কতগুলো রুম বুক করা হয়েছিলো তার খোঁজ খবর নেওয়া হয়নি এমনকি লজের বাকী রুম গুলিতে তল্লাশি করা হয়নি বলে স্থানীয়দের অভিযোগ। জানা গেছে ১৫ থেকে ১৬ টি ব্যাগ একটি কালো স্কোরপিও গাড়িতে এনে লজে রাখা হয়। তা হলে সেই টাকার পরিমান কতো হতে পারে সেই প্রশ্ন তুলেছেন স্থানীয় মানুষ। একটি সূত্রে জানা খড়্গপুর শহর লাগোয়া ৬ নম্বর জাতীয় সড়কের সাহাচক মৌজায় একটি বিলাস বহুল লজের তিনতলাতে একটি রুমে তল্লাশি চালানো সময় বিজেপি দলের এক কর্মী ব্যাগটি তুলে দেয়। সেই ব্যাগে থেকে গোছা গোছা টাকার বান্ডিল উদ্ধার হয়। পাশের রুম থেকে সেই সময় বিজেপির জেলা সভাপতি সুদাম পন্ডিত বেরিয়ে এসে পুলিশ কে বলেন এই টাকা তাদের দলীয় তহবিলের টাকা। বিজেপির রাজ্য দপ্তর থেকে পাঠানো হয়েছে।
ভোট চলাকালিন এত পরিমান নগদ টাকা রাজ্য দপ্তর থেকে জেলা দপ্তরে না এসে প্রধানমন্ত্রীর দলীয় কর্মসূচি করে ফেরার কয়েক ঘন্টার মধ্যে বিলাসবহুল হোটেলের ঘর থেকে উদ্ধার হওয়ার ঘটনায় বিজেপি দল যে টাকা ছড়িয়ে ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করার জন্য এই টাকা মজুদ করেছিলো জেলা জুড়ে অভিযোগ উঠেছে।
এবিষয়ে বিজেপির জেলা সভাপতি সুদাম পন্ডিত জানিয়েছেন, এটি তাদের দলের টাকা। রাজ্য থেকে পাঠানো হয়েছে। তার নির্দিষ্ট কাগজপত্র রয়েছে বলেও দাবি করেন তিনি। ভোটের মরশুমে এই খবর প্রকাশ্যে আসায় আলোড়ন পড়ে গিয়েছে।
Comments :0