শারোদৎসবের আগে ভারতে প্রায় ৪০০০ মেট্রিক টন ইলিশ রপতানির ছাড়পত্র দিল বাংলাদেশ সরকার। সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর বাংলাদেশের চাঁদপুর যেখানে পদ্মা এবং মেঘনা নদীর সংযোগস্থল সেখান থেকে এই মাছ রপতানি করা হবে।
বাংলাদেশ প্রশাসন সূত্রে খবর ৭৯ জন রপতানিকারিকে অনুমতি দেওয়া হবে ৫০ টন করে ইলিশ রপতানির জন্য। বিগত কয়েক বছর বাংলাদেশ সরকারের উদ্যোগে শারোদৎসবের আগে ইলিশ রপতানি হচ্ছে ভারতে। যার অধিকাংশ আসছে পশ্চিমবঙ্গে। তবে এই ইলিশ রপতানির ফলে বাজারবে ইলিশের দাম কমবে কি না তা এখনই বলা যাচ্ছে না। শারদীয়ায় উৎসবে মেতে থাকা বাংঙালির থালায় ইলিশ পড়লেও তার দাম কতো হবে তা এখনই নিশ্চিত করে বলতে পারছেন না ব্যাবসায়ীরা।
এখন বাজারে ‘খোকা ইলিশের’ দাম ৬০০ টাকা। বড় গুলো ১৫০০ থেকে ১৭০০। পদ্মার ইলিশ বাজারে এলে তার দাম কতো হয় এখন সেই দিকে তাকি আছেন সাধারণ ব্যাবসায়ী থেকে ক্রেতারা।
Comments :0