CPI-M 24th Party Congress

মাদুরাই পার্টি কংগ্রেস: মেহনতি জনতার প্রতিরোধের বার্তা শহরজুড়ে

জাতীয়

এসপি রাজেন্দ্রন: মাদুরাই

মার্কস-এঙ্গেলসের মূর্তি। সঙ্গে সেই অমোঘ বার্তা, ‘দুনিয়ার মজদুর এক হও’। শহীদ বেদীর সামনে মার্কস-এঙ্গেলস-লেনিন-স্তালিনের পোর্ট্রেট। সিপিআই(এম) ২৪ তম পার্টি কংগ্রেসের স্লোগান। আরেক জায়গায় বসানো হয়েছে চে গুয়েভেরার মূর্তি, কোলে শিশু। কিউবা বিপ্লবে ফিদেল কাস্ত্রোর প্রধান সহযোগীকে স্মরণ করা হয়েছে বিপ্লবের বার্তা দিয়ে, ভবিষ্যতের বার্তা দিয়ে।  
তামিলনাডুর মাদুরাই সেজে উঠছে এভাবেই। পার্টির প্রয়াত সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির নামে নামকরণ হয়েছে নগরের। ২-৬ এপ্রিল চলবে পার্টি কংগ্রেস। ২ এপ্রিল দেখানো হবে ইয়েচুরিকে নিয়ে তথ্যচিত্র ‘সীতা’। ইংরেজিতে ‘সোসালিজম ইজ দ্যা অলটারনেটিভ’ শব্দের আদ্যক্ষর জুড়ে এই নাম। 
কেন্দ্রে বিজেপি’র সরকার। লোকসভা নির্বাচনে চারশো আসন পারের স্লোগান দিলেও থমকে দাঁড়াতে হয়েছে বিজেপি-কে, গরিষ্ঠতা নেই একার। ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক শক্তিগুলিকে এক জায়গায় এনে প্রত্যাঘাতের প্রয়াসে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে সিপিআই(এম)। অনবদ্য ভূমিকা নিয়েছিলেন সীতারাম ইয়েচুরি। সরকারে আসীন হয়ে ফের বিভাজনের অস্ত্রে মেহনতি জনতার ঐক্যকে ভাঙতে চাইছে বিজেপি। সেই পরিস্থিতিতে হচ্ছে এই পার্টি কংগ্রেস। 
রবিবার শহরে পৌঁছে গিয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য মানিক সরকার। আসছেন নেতৃত্ব। সোম এবং মঙ্গলবার চলে আসবেন নেতৃবৃন্দ। আসছেন বিভিন্ন রাজ্য থেকে প্রতিনিধিরা। 
প্রস্তুতি চলছে প্রদর্শনী ঘিরেও। প্রস্তুতি নিচ্ছেন স্বেচ্ছাসেবকরা। ৬ এপ্রিল জনসমাবেশ। সেদিন টেপ্পাকুলাম ময়দানে কুচকাওয়াজের জন্য তৈরি হচ্ছেন স্বেচ্ছাসেবকরা। 
তামিলনাডুর পাঁচ প্রান্ত থেকে আসছে পাঁচটি মশাল মিছিল। ২ এপ্রিল সকালে মাদুরাইয়ে পৌঁছাবে পাঁচ মিছিলই। রবিবার রাতেই রওনা দিচ্ছে তার মধ্যে কয়েকটি মিছিল। (দেখুন ভিডিও)

Comments :0

Login to leave a comment