ছাগল ছানা শিকার করতে এসে গৃহস্থের বাড়ির ঠাকুর ঘরে আশ্রয় নিল ভীত সন্ত্রস্ত চিতা বাঘ। পরবর্তীতে ঘুমপাড়ানি গুলিতে কাবু করে তাকে উদ্ধার করলেন বন কর্মীরা। মঙ্গলবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কোচবিহার ২নং ব্লকের পাতলাখাওয়া সুকধনের কুঠি এলাকায়।
জানা যায়, মঙ্গলবার ভোর সাড়ে ৩ টা নাগাদ গৃহপালিত ছাগল ছানার বিকট চিৎকারে ঘুম ভাঙ্গে স্থানীয় বাসিন্দা তরুণ রায়ের। তৎক্ষণাৎ তিনি ছুটে যান তার গোয়াল ঘরের দিকে এবং দেখতে পান এই গোয়াল ঘরে এক ছাগলছানার গলা কামড়ে ধরেছে একটি চিতা বাঘ। চোখের সামনে এই ছবি দেখে চিৎকার শুরু করেন তিনি। তার চিৎকারে ছুটে আসেন স্থানীয়রা। এরপর ভয় পেয়ে ছাগল ছানাকে ছেড়ে দিয়ে গোয়াল ঘরের বেড়া ভেঙে বাড়ির পিছনে জঙ্গলে আশ্রয় নেয় এই চিতা বাঘটি। এরপর চিতা বাঘটি সটান ঢুকে পড়ে তরুণ রায়ের বাড়ির ঠাকুর ঘরে। এরপর খবর দেওয়া হয় বন বিভাগের পুণ্ডিবাড়ি রেঞ্জে। খবর পেয়ে পুণ্ডিবাড়ির পাশাপাশি চিলাপাতা ও জলদাপাড়া রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে আসেন। তাঁরা ঠাকুরঘরের চারদিক জাল দিয়ে ঘিরে ফেলেন। ঘুমপাড়ানি গুলিতে চিতাবাঘটিকে কাবু করেন বনকর্মীরা। এরপর চিতাবাঘটিকে উদ্ধার করে জলদাপাড়ায় ছেড়ে দেওয়া হয়।
Leopard
কোচবিহারে গৃহস্থের বাড়িতে আশ্রয় নিল চিতাবাঘ

×
Comments :0