Eight Year old Dies

গুজরাটে স্কুলের গেট ভেঙে ছাত্রীর মৃত্যু

জাতীয়

Eight Year old Dies


৮ বছরের ছাত্রীর মৃত্যু হল সরকারি প্রাথমিক স্কুলের লোহার গেট ভেঙে পড়ে। ঘটনাটি ঘটেছে ২০ ডিসেম্বর গুজরাটের দাহোদ জেলার রামপুর গ্রামের একটি সরকরি প্রাথমিক স্কুলে। গত মঙ্গলবার ঘটনাটি ঘটলেও তার তিনদিন পর অর্থাৎ শুক্রবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই ছাত্রীর। মৃত ছাত্রীর নাম অস্মিতা মোহনিয়া। 


পুলিশ সূত্রে খবর, সেদিন স্কুল চত্তরেই খেলা করছিল অস্মিতা। হঠাৎ স্কুলের একটি লোহার গেট ভেঙে পড়ে তার উপর। ঘুরুতর চোট লাগে অস্মিতার মাথায়। স্কুল চত্তরেই লুটিয়ে পড়ে সে। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে দাহোদের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করায়। সেখান থেকে আমদাবাদ সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার ওই ছাত্রীর মৃত্যু হয়।

 


দাহোদের প্রাথমিক শিক্ষা আধিকারিক ময়ূর পারেখ জানিয়েছেন, ঘটনার পরেই স্কুলের প্রিন্সিপ্যালকে সাসপেন্ড করা হয়েছে।  
দাহোদ গ্রামীণ থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু একটি  মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
 

Comments :0

Login to leave a comment