Jadavpur University

যাদবপুরে ছাত্রীকে জাত তুলে অপমান অধ্যাপিকার

কলকাতা

পিএইচডি ছাত্রীকে জাত তুলে 'কটাক্ষ' খোদ পিএইচডি গাইডের! এমনই ঘটনার অভিযোগ উঠেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে। ওই অধ্যাপিকার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের হেড অধ্যাপক ইমন কল্যাণ লাহিড়ী।
গত সেপ্টেম্বরে ওই ছাত্রীকে জাত তুলে কটাক্ষ করা হয়েছিল বলে অভিযোগ। আরও অভিযোগ ওই ছাত্রী ওবিসি ক্যাটেগরির হওয়ার জন্য তাকে এমফিল প্রোগ্রামে নেওয়া হয়নি। তারপর পিএইচডি শুরু হলেও তাকে কোনোভাবেই কোনো গাইডেন্স দিতেন না অভিযুক্ত অধ্যাপিকা। ওই অধ্যাপিকার বিরুদ্ধে এমনও অভিযোগ শোনা যায় যে 'উঁচু জাত'এর না হলে তিনি গবেষণা করাতে চাননা। এর আগেও তার বিরুদ্ধে জাতিগত বিদ্বেষের অভিযোগ রয়েছে।
এবারের এই ঘটনায় সোমবার একটি বৈঠক করেছে বিশ্ববিদ্যালয়ের এসসি-এসটি-ওবিসি সেল। অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে কী পদক্ষেপ করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।  তার ভিত্তিতে ওই সেল অধ্যাপকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের কাছে সুপারিশ করেছে বলে জানা গিয়েছে।

Comments :0

Login to leave a comment